You dont have javascript enabled! Please enable it! 1965.04.24 | শেখ মুজিবের বিবৃতি- রেল কর্মচারীদের দাবী মানিয়া লউন | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২৪শে এপ্রিল ১৯৬৫

শেখ মুজিবের বিবৃতি
রেল কর্মচারীদের দাবী মানিয়া লউন

(স্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান সরকারের প্রতি রেল কর্মচারীদের ১১ দফা দাবী সহানুভূতির সহিত বিবেচনা করার আহ্বান জানাইয়া সংবাদপত্রে এক বিবৃতি দিয়াছেন।
তিনি বলেন, প্রস্তাবিত রেল ধৰ্ম্মঘট দেশের স্বাভাবিক জীবনযাত্রাকে দারুণভাবে ব্যাহত করিবে। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে পারস্পরিক আলােচনা ও সমঝােতার ভিত্তিতে সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আবেদন জানান।
তিনি বলেন, কর্মচারীদের দাবীসমূহ ন্যায়সঙ্গত। এই দুর্মূল্যের বাজারে উহা মানিয়া না লওয়ার কোন কারণ নাই।
পরিশেষে তিনি বলেন, পূৰ্ব্বাহ্নেই কর্মচারীদের সহিত সমঝােতার চেষ্টা করিয়া ধর্মঘট শুরু হইলে যে পরিস্থিতির উদ্ভব হইবে তজ্জন্যই সরকারই দায়ী হইবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব