সংবাদ
২৫শে এপ্রিল ১৯৬৫
রেল কর্মচারীদের দাবীর প্রতি মুজিবের সমর্থন
(নিজস্ব বার্তা পরিবেশক)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান গত শুক্রবার এক বিবৃতিতে রেল কর্মচারীদের দাবীর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং সরকার ও রেল কর্তৃপক্ষকে দাবীসমূহ মানিয়া লইয়া প্রস্তাবিত রেল ধর্মঘট এড়ানাের আহবান জানান। জনাব মুজিব বিবৃতিতে বলেন, “গত কয়েক বৎসর ধরিয়া পূর্ব পাকিস্তান রেল কর্মচারীগণ তাহাদের বিভিন্ন দাবীদাওয়া আদায়ের জন্য সংগ্রাম চালাইয়া যাইতেছে। পরিশেষে পূর্ব পাকিস্তান রেলওয়ে কর্মচারী লীগ কর্তৃপক্ষের নিকট ১১ দফা দাবী পেশ করিয়াছেন।
এবং এই দাবী লইয়া স্বাভাবিক কারণেই তাহারা আজ ক্ষুব্ধ। বিভিন্ন শ্রমিক প্রতিষ্ঠান ও দল-মত নির্বিশেষে জনসাধারণ তাহাদের এই দাবীর প্রতি সমর্থন ও সহানুভূতি জ্ঞাপন করিয়াছেন। পূর্ব পাকিস্তান রেল কর্মচারী লীগ ইতিমধ্যে জানাইয়াছেন যে, কর্তৃপক্ষ যদি যথাসময়ে তাহাদের দাবী মানিয়া না লয় তবে আগামী ২৭শে মে হইতে প্রদেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য রেলধর্মঘট পালিত হইবে। ইহা অত্যন্ত গুরুতর পরিস্থিতির সৃষ্টি করিবে।” পরিশেষে সরকার ও কর্তৃপক্ষকে রেল কর্মচারীদের দাবী মানিয়া লওয়ার আহ্বান জানাইয়া বিবৃতিতে শেখ মুজিব বলেন, “আমরা রেল কর্মচারীদের দাবীর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করিতেছি এবং সেই সঙ্গে সঙ্গে সরকার ও কর্তৃপক্ষকে অবিলম্বে আলাপ-আলােচনার মাধ্যমে রেল কর্মচারীদের দাবীদাওয়া মানিয়া লইয়া ধর্মঘট এড়াইবার আহ্বান জানাইতেছি, অন্যথায় রেল ধর্মঘটের ফলে জনসাধারণের স্বাভাবিক জীবনে অচলবস্থা সৃষ্টি হইলে তজ্জন্য সরকারই দায়ী হইবেন।”
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব