সংবাদ
২০শে মার্চ ১৯৬৫
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নহে
– শেখ মুজিব
(নিজস্ব বার্তা পরিবেশক)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শেখ মুজিবর রহমান গতকল্য (শুক্রবার) এক বিবৃতিতে জাতীয় পরিষদ নির্বাচনের পূর্বাহ্নে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন স্থানে বিরােধী দলের নেতৃবৃন্দ ও কর্মীদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন। বিবৃতিতে তিনি বলেন যে, এহেন পরিস্থিতি নির্বাচন কোন ক্রমেই অবাধ ও নিরপেক্ষ হইতে পারে না। বিবৃতিতে তিনি অবিলম্বে সরকারকে এই ধরপাকড়ের নীতি পরিহার করিতে এবং গ্রেফতারকৃত সকল কর্মী ও নেতৃবৃন্দের মুক্তি দাবী জানান।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব