দৈনিক পাকিস্তান
২০শে মার্চ ১৯৬৫
শেখ মুজিবের বিবৃতি
পশ্চিম পাকিস্তানে ধৃত ব্যক্তিদের মুক্তির দাবী
(ষ্টাফ রিপাের্টার)
গতকল্য শুক্রবার পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান এক বিবৃতিতে পশ্চিম পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী কর্ণেল আবিদ হােসেন, নবাবজাদা ইফতেখার আহমদ আনসারীসহ গ্রেফতারকৃত সকল রাজনৈতিক কর্মী ও নির্বাচকমণ্ডলীর সদস্যদের মুক্তি দাবী করেন।
বিবৃতিতে শেখ মুজিবর রহমান বলেন, প্রাক্তন মন্ত্রী কর্ণেল আবিদ হােসেন, পশ্চিম পাকিস্তান পরিষদের সদস্য নওয়াবজাদা ইফতেখার আহমদ আনসারী ও জাতীয় পরিষদের আসন্ন নির্বাচনে বিরােধী দলের সমর্থক। নির্বাচকমণ্ডলীর অনেক সদস্যের গ্রেফতারে তিনি মর্মাহত হইয়াছেন। নির্বাচনের প্রাক্কালে এ ধরনের গ্রেফতারের ফলে ক্ষমতাসীন দলের প্রতিশ্রুতি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বরূপই উদঘাটিত হইয়াছে। নির্বাচনে জয়লাভের উদ্দেশ্যে ক্ষমতাসীন দল দমননীতি ও চাপ সৃষ্টির আশ্রয়। লইয়াছেন বলিয়া শেখ মুজিবর অভিযােগ করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব