আজাদ
১৮ই ফেব্রুয়ারী ১৯৬৫
শেখ মুজিবের আপীলের শুনানী
(হাইকোর্ট রিপাের্টার)
ঢাকা হাইকোর্টের বিচারপতি জনাব বাকের এবং বিচারপতি জনাব চৌধুরীকে লইয়া গঠিত ডিভিশন বেঞ্চে মঙ্গলবার হইতে শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযােগ সম্পর্কিত মামলাটির শুনানী শুরু হইয়াছে।
কৌসুলী মিঃ এস, আর, পাল তাঁহার যুক্তি প্রদর্শন করিয়া বলেন যে, ফৌজদারী আইনের ১২৪ (ক) ধারাটি শাসনতন্ত্রের পরিপন্থী বিধায় উহা তাঁহার মক্কেলের প্রতি প্রযােজ্য হইবে না।
উল্লেখযােগ্য যে, দেশদ্রোহিতার অভিযােগে শেখ মুজিবরের বিরুদ্ধে সরকার ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব এস, বি, আলমের কোর্টে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাটিকে আইনগত কারণে খাজির করার জন্য শেখ মুজিবর রহমান হাইকোর্টে একটি আবেদন পেশ করিলে হাইকোর্ট ঢাকার ডেপুটি কমিশনারের প্রতি একটি রুল জারী করিয়া কারণ দর্শাইবার নির্দেশ দেন। উক্ত রুলটির শুনানী গতকল্য হইতে শুরু হইয়াছে। মিঃ পাল তাহার বক্তব্য শেষ করার পূর্বেই কোর্টের অধিবেশন সমাপ্ত হয়। অদ্য পুনরায় শুনানী শুরু হইবে।
শেখ মুজিবরের পক্ষে ছিলেন মিঃ এস, আর, পাল, মিঃ বি, এন, চৌধুরী, মিঃ বি, বি, রায় চৌধুরী এবং মিঃ এস, এস, হালদার।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব