দৈনিক পাকিস্তান
২০শে ফেব্রুয়ারী ১৯৬৫
শেখ মুজিবের রাজদ্রোহিতা মামলার শুনানী
(হাইকোর্ট রিপাের্টার)
গতকল্য শুক্রবার শেখ মুজিবর রহমানের রাজদ্রোহিতা সম্পর্কিত মামলাটির শুনানী চতুর্থ দিবসে সমাপ্ত হইয়াছে। সরকার পক্ষে ডি, এল, আর জনাব আবদুল হাকিম সওয়াল জওয়াব করেন। তিনি বিভিন্ন আপত্তি উত্থাপন করিয়া বলেন যে, মামলাটি হাইকোর্টে ফৌজদারী কার্যবিধির সঠিক ধারামতে পেশ করা হয় নাই এবং সম্পূর্ণরূপে অসময়ে মামলাটি হাইকোর্টে দায়ের করা হইয়াছে। আবেদনকারীর পক্ষে মিঃ পাল সরকার পক্ষের যুক্তিতর্কের উত্তর প্রদানের পর মামলাটির শুনানী সমাপ্ত হয়।
হাইকোর্ট রায় প্রদান মুলতবী রাখিয়াছেন। বিচারপতি জনাব বাকের এবং বিচারপতি জনাব চৌধুরীকে লইয়া বেঞ্চটি গঠিত হইয়াছিল। সরকারপক্ষে ছিলেন ডি, এল, আর জনাব আবদুল হাকিম এবং জনাব এ, টি, মাসুদ। আবেদনকারীর পক্ষে ছিলেন মিঃ এস, আর, পাল, মিঃ বি, বি, রায় এবং মিঃ এস, আর, হালদার।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব