দৈনিক ইত্তেফাক
২৩শে জানুয়ারী ১৯৬৫
যে- কোন মূল্যে সার্বিক ঐক্য বজায় রাখিতে হইবে
ঢাকা প্রত্যাবর্তনের পর শেখ মুজিবের মন্তব্য
(ষ্টাফ রিপাের্টার)
সপ্তাহকাল ব্যাপী সফর শেষে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান ও শাহ আজিজুর রহমান এবং ন্যাপ নেতা হাজী মােহাম্মদ দানেশ গতকল্য (শুক্রবার) করাচী হইতে ঢাকা প্রত্যাবর্তন করেন। করাচী অবস্থানকালে তাঁহারা সম্মিলিত বিরােধী দলের কেন্দ্রীয় কমিটির সভায় যােগদান করেন।
বিমানবন্দরে এক সাংবাদিক সাক্ষাৎকারে শেখ মুজিবর রহমান সম্মিলিত বিরােধী দলের পরবর্তী সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হইবে বলিয়া দৃঢ় আশা প্রকাশ করেন। তিনি বলেন যে, যেকোন মূল্যে জনসাধারণের সার্বিক ঐক্য অবশ্যই বজায় রাখিতে হইবে। বিমানবন্দরে প্রাদেশিক আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক জনাব মতিউর রহমান, অফিস সম্পাদক জনাব মােহাম্মদ উল্লাহ এবং ঢাকা সিটি আওয়ামী লীগের নেতা ও কর্মীবৃন্দ নেতৃবৃন্দকে সম্বর্ধনা জ্ঞাপন করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব