দৈনিক ইত্তেফাক
১৬ই ফেব্রুয়ারী ১৯৬৫
শেখ মুজিবের আহ্বান
(ষ্টাফ রিপাের্টার)
গতকল্য (সােমবার) প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান প্রাদেশিক আওয়ামী লীগের সকল শাখাকে সমমতাবলম্বী সকলের সঙ্গে সহযােগিতার ভিত্তিতে যথােপযুক্ত মর্যাদার সঙ্গে আগামী ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস পালনের নির্দেশ দিয়াছেন। দলমত নির্বিশেষে যথাযােগ্য মর্যাদার সঙ্গে শহীদ দিবস পালনের জন্য তিনি দেশবাসীর প্রতিও আহ্বান জানাইয়াছেন।
গতকল্য সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে শেখ মুজিব বলেন যে, ঐতিহাসিক শহীদ দিবস আবার ফিরিয়া আসিয়াছে। পূর্ব পাকিস্তানীরা শহীদদের বিদেহী আত্মার প্রতি হৃদয় নিংড়ানাে শ্রদ্ধা-নিবেদনের জন্যই শুধু পরম পবিত্রতার সঙ্গে এই দিনটি পালন করে না, শ্রদ্ধা-নিবেদনের সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তানীরা নিজেদের মাতৃভাষার জন্য কার্যকরী স্বীকৃতি আদায়ের জন্যও এইদিন নূতন করিয়া শপথ গ্রহণ করে।
শেখ মুজিব বলেন যে, শহীদ দিবস শুধুমাত্র শােকাবহ স্মৃতি দিবসই নয়, এই দিনটি আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়ারও দিন। শহীদ দিবস চিরন্তন সংগ্রামের বার্তাবহ একটি দিন। এই দিনটি প্রতিবছর দেশবাসীকে নিজেদের অধিকার আদায়ের আমরণ সংগ্রাম চালাইয়া যাওয়ার অনুপ্রেরণায় উদ্বুদ্ধ করে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব