You dont have javascript enabled! Please enable it! 1965.02.17 | শেখ মুজিবের রিভিশন মামলা | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

দৈনিক পাকিস্তান
১৭ই ফেব্রুয়ারী ১৯৬৫

শেখ মুজিবের রিভিশন মামলা

শেখ মুজিবর রহমান কর্তৃক আনীত তাহার বিরুদ্ধে দেশদ্রোহিতা সম্পর্কীয় রিভিশন মামলাটি গতকল্য মঙ্গলবার ঢাকা হাইকোর্টের বিচারপতি জনাব বাকের এবং বিচারপতি জনাব চৌধুরীকে লইয়া গঠিত একটি ডিভিশন বেঞ্চে শুনানীর জন্য উত্থাপিত হইয়াছে।
উল্লেখযােগ্য যে, সরকার দেশদ্রোহিতার অভিযােগ আনয়ন করিয়া শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাটি ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনারের কোর্টে বিচারাধীন আছে। উক্ত মামলাটি অবৈধভাবে দায়ের করা হইয়াছে, দাবী করিয়া উহা খারিজ করিয়া দেওয়া হােকএই আবেদন পেশ করিয়া শেখ মুজিবর রহমান হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। যুক্তি প্রদানকালে কৌসুলী মিঃ এস, আর, খান বলেন যে, ফৌজদারী দণ্ডবিধির ১২৪ (ক) ধারাটি শাসনতন্ত্র মােতাবেক অচল। কৌসুলীর বক্তব্য শেষ না হইতেই কোর্টের অধিবেশন দিনের মত সমাপ্ত হয়। অদ্য শুনানী আবার শুরু হইবে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব