দৈনিক পাকিস্তান
১৩ই জানুয়ারী ১৯৬৫
আওয়ামী নেতাদের ১৫ই জানুয়ারী করাচী যাত্রা
(ষ্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জনাব জহীর উদ্দীন এবং শাহ আজিজুর রহমান আগামী ১৫ই জানুয়ারী অপরাহ্নে করাচী রওয়ানা হইবেন।
নেতৃবৃন্দ করাচীতে আহূত ‘কপে’র সভায় যােগদান করিবেন এবং মােহতারেমা ফাতেমা জিন্নার সহিত সাক্ষাৎ করিয়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলােচনা করিবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব