দৈনিক ইত্তেফাক
৬ই জানুয়ারী ১৯৬৫
বে-আইনী প্রচারপত্র সংক্রান্ত মামলার শুনানী স্থগিত
(ষ্টাফ রিপাের্টার)
“পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও” শীর্ষক বে-আইনী প্রচারপত্র প্রকাশ, মুদ্রণ ও প্রচার সম্পর্কিত মামলার আসামীদের মধ্যে প্রাক্তন প্রাদেশিক মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খান এবং প্রাক্তন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হামিদুল হক চৌধুরী শারীরিক অসুস্থতাবশতঃ গতকল্য (মঙ্গলবার) আদালতে হাজির হইতে না পারায় ঢাকার সদস মহকুমা হাকিম (দক্ষিণ) উক্ত মামলার পরবর্তী তারিখ আগামী ১০ই ফেব্রুয়ারী ধার্য করিয়াছেন।
এই মামলার অন্যান্য আসামীর মধ্যে আছেন আওয়ামী লীগ সম্পাদক শেখ মুজিবর রহমান, আইন কলেজের অধ্যক্ষ ডঃ আলীম আল রাজী, ‘ইত্তেফাক’ সম্পাদক জনাব তফাজ্জল হােসেন, সংবাদ সম্পাদক জনাব জহুর হােসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহ আজিজুর রহমান, এন,ডি,এফ নেতা জনাব মাহমুদ আলী, জাতীয় পরিষদ সদস্য জনাব মাহবুবুল হক, এন,ডি,এফ নেতা জনাব অলি আহাদ, ছাত্রনেতা জনাব ওবায়দুর রহমান প্রমুখ।
প্রকাশ থাকে যে, গত বৎসর জানুয়ারী মাসে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হইলে পূর্ব পাকিস্তান দাঙ্গা প্রতিরােধ কমিটির পক্ষ হইতে “পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও” শিরােনামায় প্রচারপত্র প্রকাশ করায় ১৯৬৪ সালের ১৭ই জানুয়ারী রমনা পুলিস কমিটির উপরােক্ত সদস্যদের বিরুদ্ধে আনােচ্য মামলা দায়ের করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব