You dont have javascript enabled! Please enable it! 1965.06.19 | শেখ মুজিবের প্রতিক্রিয়া- নয়া বাজেটে ধনী নিধনের ব্যবধান বৃদ্ধি | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১৯শে জুন ১৯৬৫

শেখ মুজিবের প্রতিক্রিয়া
নয়া বাজেটে ধনী নিধনের ব্যবধান বৃদ্ধি

(ষ্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান কেন্দ্রীয় ও প্রাদেশিক বাজেটের তীব্র সমালােচনা করিয়া প্রদত্ত এক বিবৃতিতে গতকল্য শুক্রবার বলেন যে, ধনীকে আরও ধনী করিয়া তােলা এবং গরীবকে আরও গরীব করিয়া তোলাই চলতি বৎসরের বাজেটের লক্ষ্য। তিনি বলেন যে, কেন্দ্রীয় বাজেটে ২১কোটি ৭০ লক্ষ টাকা নয়া কর ধার্য্যের যে প্রস্তাব রহিয়াছে, উহার সম্পূর্ণ ভারই গরীব মধ্যবিত্ত ও নূতন ব্যবসায়ীদের বহন করিতে হইবে। এই প্রসঙ্গে তিনি কেরােসিনের উপর ধার্য্য ডিউটী, মাঝারী ধরনের বস্ত্রের উপর হইতে আবগারী কর মওকুফের নীতি প্রত্যাহার প্রভৃতি বিষয়ের উল্লেখ করেন।
সম্প্রতি ঘোষিত পাটনীতির সমালােচনা করিয়া তিনি বলেন যে, নিম্নতম মূল্য বাধিয়া দেওয়ার রীতি প্রত্যাহার ও মণপ্রতি ৫০ পয়সা সেস ধার্যের প্রতিক্রিয়াস্বরূপ গরীব পাটচাষীকে সমস্ত বােঝা বহন করিতে হইবে।
পূর্ব পাকিস্তানের বাজেটে দুই কোটি ২০ লক্ষ টাকার নয়া কর ধার্যের প্রস্তাবকেও তিনি অনুরূপভাবে বিশ্লেষণ করিয়া বলেন যে, কেবলমাত্র জনগণের অপহৃত অধিকার পুনঃ প্রতিষ্ঠার মাধ্যমেই এই সকল বিষয় রােধ করা সম্ভব। সুতরাং তিনি আশা প্রকাশ করেন যে, জনগণ এই প্রেক্ষিতে গণতন্ত্র অর্জনের জন্য ব্যাপক আন্দোলন শুরু করিবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব