You dont have javascript enabled! Please enable it! 1965.09.22 | গভর্ণর কর্তৃক আলােচনা বৈঠক | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
২২শে সেপ্টেম্বর ১৯৬৫

গভর্ণর কর্তৃক আলােচনা বৈঠক

পূর্ব পাকিস্তানের গভর্ণর জনাব আবদুল মােনয়েম খানও অদ্য সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দলের পূর্ব পাকিস্তানী নেতৃবৃন্দের সহিত অনুরূপ এক আলােচনা সভায় মিলিত হন।
গভর্ণরের সহিত আলােচনা বৈঠকে যেসব নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন তাহারা হইতেছেন, জাতীয় পরিষদের বিরােধী দলীয় নেতা জনাব নুরুল আমীন, পূর্ব পাকিস্তানের প্রাক্তন প্রধান উজির জনাব আতাউর রহমান খান, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব মাহমুদ আলী, জমাতে ইসলামের সাধারণ সম্পাদক অধ্যাপক গােলাম আজম, প্রাদেশিক পরিষদের স্বতন্ত্র দলীয় নেতা জনাব আসাদুজ্জামান, কাউন্সিল মুসলিম লীগ সদস্য খাজা খায়রুদ্দীন এম,এন,এ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জনাব মােহন মিয়া, জাতীয় আওয়ামী পার্টির জনাব শওকত আলী, জাতীয় পরিষদে সরকারদলীয় নেতা খান আবদুস সবুর, প্রাদেশিক কনভেনশন মুসলিম লীগের সাধারণ সম্পাদক জনাব হাশিমুদ্দীন আহমদ, প্রাদেশিক শিল্প উজির দেওয়ান আবদুল বাসিত, প্রাদেশিক খাদ্য উজির কাজী আবদুল কাদের ও আইন উজির জনাব আবদুল হাই। – এ পি, পি

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব