You dont have javascript enabled! Please enable it! 1964.12.24 | তথ্য ও বেতার দফতরকে কনভেনশন প্রার্থীর প্রচারে নিয়ােগ করা হইয়াছে -শেখ মুজিব | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
২৪শে ডিসেম্বর ১৯৬৪

তথ্য ও বেতার দফতরকে কনভেনশন প্রার্থীর প্রচারে
নিয়ােগ করা হইয়াছে
-শেখ মুজিব

শেখ মুজিবর রহমান গতরাত্রে (বুধবার) এক বিবৃতিতে শুধুমাত্র কনভেনশন লীগ প্রার্থী জনাব আইয়ুব খানের পক্ষে প্রচারকার্য চালাইবার জন্য সমগ্র সরকারী শক্তি নিয়ােগে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
শেখ মুজিব বলেন, কনভেনশন লীগের মনােনীত প্রেসিডেন্ট পদপ্রার্থীর হাতে সামগ্রিকভাবে তথ্য ও বেতার দফতরটি ছাড়িয়া দেওয়া হইয়াছে। কেন্দ্রীয় তথ্য সেক্রেটারী, বেতার বিভাগ এবং প্রাদেশিক জনসংযােগ কর্তৃপক্ষ সকলেই তাহাদের বেশীরভাগ উদ্যম জনাব আইয়ুব খানের প্রচারে নিয়ােগ করিয়াছেন।
তিনি বলেন, এই সমস্ত বিভাগের লােকদের বিশেষ এক প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে সঙ্গে ঘুরিবার কোন প্রয়ােজনই থাকিতে পারে না। প্রেসিডেন্ট আইয়ুব খান রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য দেশের প্রধান শাসকের পদের সুযােগ গ্রহণ করিয়া ক্ষমতার অপব্যবহার করিতেছেন।
দুঃখের বিষয়, অপরদিকে প্রেসিডেন্ট পদের জন্য জনগণের প্রার্থী মােহতারেমা ফাতেমা জিন্নাকে সৌজন্যের খাতিরেও সরকারী বাসস্থানের ব্যবস্থা পর্যন্ত করা হইতেছে না। ইহার প্রতিবাদে তিনি রাজশাহী ও ঈশ্বরদী ষ্টেশনে রেলওয়ে সেলুনের মধ্যে পূর্ণ ২৪ ঘণ্টা কাটাইয়াছেন। পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব