You dont have javascript enabled! Please enable it! 1964.12.25 | শেখ মুজিবের সতর্ক বাণী | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২৫শে ডিসেম্বর ১৯৬৪

শেখ মুজিবের সতর্ক বাণী

ঢাকা, ২৪শে ডিসেম্বর।-পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী এবং কপ নেতা জনাব শেখ মুজিবর রহমান প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে অনুষ্ঠিত গুণ্ডামির তীব্র নিন্দা করিয়া এক বিবৃতি প্রদান করেন। নিম্নে বক্তৃতার পূর্ণ বিবরণ প্রদত্ত হইলঃ-
আমি পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিত তিনটি মােকাবেলা সভার কার্যাবলী পৰ্যালােচনা করিয়াছি এবং নির্বাচনী সংস্থার সদস্যদের সহিত ঘনিষ্ঠ যােগাযােগ রক্ষা করিয়াছি। সৰ্ব্বত্রই সদস্যদের মধ্যে আমি অভূতপূৰ্ব্ব উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করিয়াছি। ইহা এখন নিশ্চয়তার সহিত বলা যাইতে পারে যে, সৰ্ব্বরকম বিপদের মূখেও নিৰ্বাচনী কলেজের সদস্যগণ জনগণের ইচ্ছানুযায়ী গণতন্ত্রের প্রতি জনগণের বিশ্বাসের মর্যাদা রক্ষা করিতে বদ্ধপরিকর। আল্লাহর রহমতে মাদারে মিল্লাত পূর্ব পাকিস্তান হইতে শতকরা আশিটি ভােট লাভ করিবেন। কনভেনশনপন্থীরা তাহাদের দুর্যোগপূর্ণ ভবিষ্যৎ সম্বন্ধে অবহিত থাকায় শেষ পন্থা হিসাবে তাহারা বিরােধী দলীয় কর্মীদের উপরে অত্যাচারের পথ বাছিয়া লইয়াছেন। মােকাবেলা সভার সময় তাহাদের উপর পুলিশ বাহিনী অত্যাচার চালাইয়াছে। আমি এইরূপ গুণ্ডামির তীব্র নিন্দা করিতেছি এবং বন্দী বিরােধী দলীয় রাজনৈতিক কর্মীদের মুক্তি দাবী করিতেছি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চতুর্দিকে অব্যাহতভাবে মাদারে মিল্লাতের পক্ষে প্রচার কার্য পরিচালনার জন্য কর্মীদের প্রতি আমি আবেদন জানাইতেছি।
মােকাবেলা সভায় উপস্থিতির জন্য নানারূপ ক্লেশ স্বীকার করায় আমি মৌলিক গণতন্ত্রের সদস্যদের মােবারকবাদ জানাইতেছি। সরকারের তরফ হইতে তাঁহাদের উপর যে অব্যবস্থা গ্রহণ করা হইয়াছে, আমার বিশ্বাস, মৌলিক গণতন্ত্রিগণ নিজেদের অভিজ্ঞতা হইতে তাহা উপলব্ধি করিতে পারিবেন এবং ইহার কারণও বুঝিতে পারিবেন। —পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব