আজাদ
২৯শে ডিসেম্বর ১৯৬৪
অফিসারদের প্রতি শেখ মুজিবের হুঁশিয়ারি
মানিকগঞ্জ, ২৮শে ডিসেম্বর।-পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব শেখ মুজিবর রহমান অদ্য সরকারী অফিসারদের প্রতি এক সতর্কবাণী উচ্চারণ করেন এবং দলীয় রাজনীতিতে অংশ গ্রহণ না করার জন্য তাহাদের প্রতি আহ্বান জানান। আজ অপরাহ্নে এখানে এক বিরাট জনসভায় বক্তৃতাদানকালে তিনি সরকারী অফিসারদের বিরুদ্ধে কপ কর্মীদের মধ্যে ত্রাস-সৃষ্টির ও প্রদেশের বিভিন্নস্থানে নেতৃবৃন্দকে নির্বিচারে গ্রেফতারের অভিযােগ করেন। জনাব মুজিবর রহমান বলেন, ক্ষমতাসীন দলকে খুশী করার জন্যই সরকারী অফিসাররা তাহাদের নিজেদের রাজনীতিতে জড়াইয়া ফেলিয়াছে এবং নিরপরাধ ‘কপ’ কর্মী ও নেতৃবৃন্দকে নানাভাবে হয়রানি করিতেছে। তিনি বলেন, যেসব সরকারী অফিসার এই ধরনের কাৰ্যে নিজেদের নিয়ােজিত করিয়াছে, তাহাদের একটি তালিকা প্রস্তুত করা হইতেছে। জনগণের সরকার কায়েম হওয়ার পর ইহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইবে। আওয়ামী লীগ নেতা বলেন, অবশ্য এইসব কার্যকলাপের জন্য বর্তমান সরকার দায়ী হইবেন। সভায় নিৰ্বাচকমণ্ডলীর বহু সদস্য যােগদান করিয়াছিলেন। জনাব মুজিবুর রহমান সদস্যদের প্রতি এক আবেদনে বলেন, নির্বাচনে কনভেনশন লীগের প্রেসিডেন্ট পদপ্রার্থীর যেন জামানত বাজেয়াফত হইতে পারে, ভােটদানের সময় আপনারা সেই দিকে বিশেষ ভাবে লক্ষ্য রাখিবেন। তিনি সদস্যদের প্রতি প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সজাগ থাকিতে এবং জনগণের কামিয়াবীর জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করিতে আহ্বান জানান। পি,পি,এ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব