You dont have javascript enabled! Please enable it! 1964.12.11 | মাদারে মিল্লাতকে জয়যুক্ত করার জন্য ঝাপাইয়া পড়ুন -শেখ মুজিব | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
১১ই ডিসেম্বর ১৯৬৪

মাদারে মিল্লাতকে জয়যুক্ত করার জন্য ঝাপাইয়া পড়ুন
-শেখ মুজিব

(ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি)। গােপালপুর, ১০ই ডিসেম্বর- “প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। এই নির্বাচনের মধ্য দিয়া জাতির ভবিষ্যৎ চূড়ান্তভাবে নির্ধারিত হইতে যাইতেছে। এই নির্বাচনকে জাতীয় জরুরী পরিস্থিতি হিসাবে মােকাবিলা করিতে হইবে। তাই আজ দলমত ভুলিয়া গিয়া, ব্যক্তি, দল বা গােষ্ঠিস্বার্থ বিসর্জন দিয়া ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষাণ, মজুর, জেলে- যে যেখানে আছেন, সবাই মাদারে মিল্লাতকে জয়যুক্ত করার জন্য ঝাঁপাইয়া পড়ন। যেসব গণদুশমন আজ টাকার থলি লইয়া নির্বাচিত সদস্যদের ঈমান ক্রয় করার প্রয়াসী হইবেন বা শাসন আর শােষণের ভয় দেখাইয়া ভােট বাগাইবার প্রয়াস পাইবেন, তাহাদের রুখিয়া দাঁড়াইবার জন্য জেলায় জেলায়, মহকুমায় মহকুমায়, থানায় থানায় এবং ইউনিয়নে ইউনিয়নে গণতান্ত্রিক কর্মীরা আজ ‘প্রতিরক্ষা কমিটি গঠন করুন”।
অদ্য স্থানীয় বাজারে আয়ােজিত এক বিরাট জনসভায় প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মিলিত বিরােধী দলের অন্যতম নেতা শেখ মুজিবর রহমান বক্তৃতা প্রসঙ্গে দেশবাসীর প্রতি উপরােক্ত আহ্বান জানান। (পূর্ণ বিবরণ আগামীকল্য প্রকাশিত হইবে)

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব