আজাদ
১৬ই ডিসেম্বর ১৯৬৪
পুলিশী নির্যাতনের বিরুদ্ধে দেশের উভয় অংশে তুমুল বিক্ষোভ
ঐক্যবদ্ধ ছাত্র সমাজ কর্তৃক সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় সঙ্কল্প প্রকাশ
(ষ্টাফ রিপাের্টার)
করাচী, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে গত সােমবার ঢাকার ছাত্র সমাজ প্রতীক ধর্মঘট পালন পূৰ্ব্বক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক সভায় মিলিত হয়।
প্রস্তাবাবলী
সভায় গৃহীত বিভিন্ন প্রস্তাবে করাচীতে গুলীবর্ষণের ফলে নিহত ছাত্র শহীদ মােহাম্মদ নাসিমের জন্য গভীর শােক প্রকাশ করিয়া বিভিন্ন স্থানে পরিচালিত পুলিশ ও গুণ্ডার হামলার বিচার বিভাগীয় তদন্ত অনুষ্ঠান ও দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবী করা হয়। বাগেরহাটে পুলিশের গুলীবর্ষণ, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও গুণ্ডাবাহিনীর হামলা সহ বিভিন্নস্থানে পরিচালিত ছাত্র নির্যাতনের প্রতিবাদ করিয়া প্রস্তাবে অবিলম্বে সকল নির্যাতনের অবসান ঘটাইবার দাবী করা হয়। অপর এক প্রস্তাবে ধৃত সকল ছাত্রের আশু মুক্তি দাবী করিয়া ছাত্র সমাজের ২২ দফা দাবী মানিয়া লওয়ার আহ্বান জানান হয়। প্রস্তাবে পশ্চিম পাকিস্তানী ছাত্রদের দাবী মানিয়া লইয়া সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলিয়া দেওয়ার আহ্বান জানান হয়।
জগন্নাথ কলেজ, পলিটেকনিক ও আলীয়া মাদ্রাসায়ও অনুরূপ সভা অনুষ্ঠিত হয়। পূর্বাহে সকাল ১০ ঘটিকায় ছাত্রসংঘের উদ্যোগেও আমতলায় এক প্রতিবাদ সভা হয়।
বিক্ষোভ মিছিল
আমতলায় ছাত্রসভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ এক বিরাট মিছিল সহকারে বিভিন্ন ধ্বনি দিতে দিতে হাইকোর্ট, ইডেন বিল্ডিংস ও নবাবপুর হইয়া বাহাদুরাবাদ পার্কে ছত্রভঙ্গ হইয়া যায়। পথে বিপুল সংখ্যক জনতা ছাত্র মিছিলে যােগদান করে। রাস্তার দুইধার হইতে জনসাধারণ হাত তুলিয়া ছাত্রদের প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
ইডেন বিল্ডিংস
মিছিল ইডেন বিল্ডিংসের সম্মুখে পৌঁছিলে প্রাদেশিক সেক্রেটারীয়েটের অধিকাংশ কর্মচারী বারান্দায় ভিড় করে। ফলে সাময়িকভাবে প্রাদেশিক সরকারের প্রশাসনিক হেড কোয়ার্টারে কাজকর্ম বন্ধ থাকে বলিয়া জানা যায়।
এন,ডি, এফ নেতার প্রতিবাদ
এন,ডি,এফ, নেতা এ্যাডভােকেট আবদুল জলীল এক বিবৃতিতে খুলনার ছাত্রদের উপর গুণ্ডা হামলার তীব্র প্রতিবাদ জানাইয়াছেন।
মােমেনশাহীতে ধর্মঘট
মােমেনশাহী হইতে সংবাদদাতার তারে প্রাপ্ত খবরে প্রকাশ, মােমেনশাহী কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ এইদিন পূর্ণ ধর্মঘট পালন করে। তাহারা সকলে কালাে ব্যাজ পরিধান করিয়া নগ্নপদে ভ্রমণ করে। তাহারা ওছাউর রহমানের সভাপতিত্বে এক সভায় মিলিত হইয়া করাচীর ছাত্র হত্যা ও বাগেরহাটে ছাত্র-জনতার উপর পুলিশের গুলীবর্ষণের নিন্দাসূচক প্রস্তাব গ্রহণ করে। সভায় উভয় স্থানের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করা হয়।
মাদারীপুরে ধর্মঘট
মাদারীপুর হইতে প্রাপ্ত খবরে প্রকাশ, নাজিমুদ্দীন কলেজে ছাত্রদের পূর্ণ ধর্মঘট পালিত হয়। পাবলিক হাইস্কুল এবং ইউনাইটেড হাইস্কুলের ছাত্রবৃন্দ বাৎসরিক ও টেষ্ট পরীক্ষাদানে বিরত থাকিয়া ধর্মঘট পালন করে। পরে তাহারা কলেজের ছাত্রগণ কর্তৃক আয়ােজিত প্রতিবাদ সভায় যােগদান করে। সভায় কলেজের সহকারী অধ্যক্ষ জনাব আবদুর রব সভাপতিত্ব করেন। সভায় জনাব আমীর হােছেন, জনাব তাজু এছলাম, মিঃ ভবেন্দ্ৰ নাথ, জনাব আবদুল মতলেব, জনাব মােজাফফর ও আবদুর রব সরকারের বিভিন্ন গণবিরােধী ব্যবস্থার সমালােচনা করেন।
সভাশেষে ছাত্রগণ বিভিন্ন সরকার বিরােধী প্ল্যাকার্ড ও শ্লোগানসহ শহরের সড়কগুলি পরিভ্রমণ করে।
মাদারীপুর মহকুমার সম্মিলিত বিরােধী দলের নেতৃবৃন্দ আজম খান, শেখ মুজিবর রহমান প্রমুখ বিরােধী দলীয় নেতাদের আগমন উপলক্ষে স্থানীয় পাবলিক লাইব্রেরীতে সভা অনুষ্ঠান করিতে চাহিলে এস, ডি, ও ছাহেব অনুমতি দেন নাই। সম্মিলিত বিরােধী দলের ষ্টীয়ারিং কমিটির সদস্যগণ তাহার জন্য অসন্তোষ প্রকাশ করেন। অন্যত্র সভার আয়ােজন করা হইয়াছে। আগামীকল্য আজম খান ও মুজিবর রহমান এখানে উপস্থিত হইলে তাহাদিগকে বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করা হইবে। ছাত্র ও জনগণ তাহাদিগকে ষ্টেশনে অভ্যর্থনা জ্ঞাপন করিয়া শােভাযাত্রা সহকারে নূতন শহর এলাকায় লইয়া যাইবে। অপরাহ্নে নেতৃবৃন্দের সভা উপলক্ষে চারিদিকে প্রচার কার্য্য এখনও অব্যাহত রহিয়াছে। অন্য দিকে সরকার পক্ষ তাহাদের পুরাতন ক্রীড়ায় মত্ত রহিয়াছে। তাহারা থানায় থানায় সার্কেল অফিসারদের দ্বারা মৌলিক গণতন্ত্রীগণকে সরকারী পক্ষে আয়ােজিত সভায় যােগদানের জন্য পশ্চাদ্বার দিয়া প্রচারণা চালাইতেছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব