You dont have javascript enabled! Please enable it! 1964.12.04 | শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে নয়া মামলা দায়ের | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৪ঠা ডিসেম্বর ১৯৬৪

শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে নয়া মামলা দায়ের
পূর্বতন মামলা হাইকোর্টে স্থানান্তরের জন্য বিবাদীর আবেদন

(ষ্টাফ রিপাের্টার)
গতকাল (বৃহস্পতিবার) পূর্ব পাকিস্তান জননিরাপত্তা অর্ডিন্যান্সের ২ ধারার ৭ (৩) ৪-গ উপধারার অভিযােগে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সম্পাদক জনাব শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। গতকাল আদালতে হাজির হইলে জনাব রহমানকে দুই হাজার টাকার জামিনে মুক্তি দেওয়া হয় এবং আগামী ১৫ই জানুয়ারী পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়। প্রসঙ্গক্রমে উল্লেখযােগ্য যে, শেখ মুজিবরের বিরুদ্ধে ইহা পঞ্চম মামলা। জনাব শাহ আজিজুর রহমান, জহির উদ্দিন ও অন্যান্য কতিপয় আইনজীবী আসামী পক্ষ সমর্থন করেন।
হাইকোর্টে স্থানান্তরের জন্য বিবাদীর আবেদন
গতকাল ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব বি, আলমের কোর্টে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহী মামলার শুনানী শুরু হয়। তাঁহার বিরুদ্ধে পাকিস্তান ফৌজদারী দণ্ডবিধি ১২৪ (ক) ধারার অভিযােগ আনয়ন করা হইয়াছে। বিবাদীর পক্ষ হইতে এক দরখাস্তে এই মামলাটি হাইকোর্টে বিচারের অথবা অন্য কোর্টে বদলী করার আবেদন জানান হয়। বিবাদীর পক্ষ হইতে আশঙ্কা করা হয় যে, এই আদালতে নিরপেক্ষ বিচার সম্ভব নহে। বিবাদীর বক্তব্য শ্রবণান্তে অতিরিক্ত ডেপুটি কমিশনার এই ব্যাপারে হাইকোর্টে আবেদন করার জন্য আগামী ২১শে ডিসেম্বর পর্যন্ত সময় দেন। জনাব শাহ আজিজুর রহমান, জহিরুদ্দিন ও অপর ৮ জন আইনজীবী আসামী পক্ষ সমর্থন করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব