You dont have javascript enabled! Please enable it!

আজাদ
৮ই ডিসেম্বর ১৯৬৪

মাদারীপুরের কপ নেতাদের তৎপরতা
বিভিন্ন স্থানে জনসভা অনুষ্ঠানের আয়ােজন

(নিজস্ব সংবাদদাতা প্রেরিত)
মাদারীপুর, ৬ই ডিসেম্বর। সম্মিলিত বিরােধীদলের মাদারীপুর মহকুমা শাখার উদ্যোগে আগামী ১২ই ডিসেম্বর আংগারিয়ায়, ১৩ই ডিসেম্বর পণ্ডিতসারে এবং ২২শে ডিসেম্বর নড়িয়ায় তিনটি জনসভা অনুষ্ঠিত হইবে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি জনাব আসমত আলি খান, জাতীয় পরিষদ সদস্য ডাঃ গােলাম মাওলা, সাবেক এম পি এ, কালি মজুমদার এবং অন্যান্য বিরােধী দলীয় নেতা এই জনসভাগুলিতে বক্তৃতা করিবেন বলিয়া আশা করা যাইতেছে।
মতলববাজ লােকদের কারসাজি
জাতীয় পরিষদ সদস্য ডাঃ গােলাম মাওলা সম্প্রতি নড়িয়া থানার পণ্ডিতসারে কতিপয় মতলববাজ কর্তৃক বিরােধী দলীয় নেতৃবৃন্দকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টার কাহিনী বর্ণনা করেন। তিনি জানান যে, কে বা কাহারা পণ্ডিতসার, ঘড়িসার, সখিপুর, সুরেস্বর ও উহার পার্শ্ববর্তী অঞ্চলে অনবরত প্রচার কার্য চালাইতে থাকে যে, ২৪শে নবেম্বর অপরাহে পণ্ডিতসারে বিরােধী দলের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠীত হইবে। তাহারা আরাে প্রচার করে যে, ন্যাপ প্রধান মওলানা ভাসানী, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান এবং জনাব আতাউর রহমান খান প্রমুখ এই জনসভায় বক্তৃতা করিবেন। অথচ ঐদিন উল্লিখিত স্থানে বিরােধী দলের উদ্যোগে কোন জনসভা অনুষ্ঠানের কথা ছিল না। প্রকৃত অবস্থা না জানিয়া প্রায় ৩০ হাজার লােক নির্দিষ্ট দিনে পণ্ডিতসারে সমবেত হন এবং নেতৃবৃন্দকে দেখিতে না পাইয়া দুঃখিত মনে গৃহে প্রত্যাবর্তন করে। বিরােধী দল সম্পর্কে জনমনে অবিশ্বাস ও সন্দেহ সৃষ্টির জন্যই এই ভূয়া প্রচারণা চালনা করা হয় বলিয়া ডাঃ মাওলা অভিযােগ করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!