You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
১০ই ডিসেম্বর ১৯৬৪

প্রতিবাদ

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত বিরােধী দলের কেন্দ্রীয় ষ্টিয়ারিং কমিটির সদস্য শেখ মুজিবর রহমান গতকল্য (বুধবার) সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে করাচী ও বাগেরহাটে ছাত্রদের উপর পুলিসের গুলীবর্ষণ ও লাঠি চালনার তীব্র নিন্দা করেন এবং ছাত্রসমাজের বিরুদ্ধে বিনা কারণে এই ধরনের ব্যবস্থা গ্রহণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাইয়াছেন।
বিবৃতিতে শেখ মুজিবর রহমান বলেন ঃ ‘সংবাদপত্রে করাচী ও বাগেরহাটে ছাত্রদের উপর পুলিসের জুলুমের সংবাদে ব্যথিত হইয়াছি। করাচীতে পুলিসের গুলীর দরুণ একটি ছেলের মূল্যবান জীবন বিনষ্ট হইয়াছে। কঠোর ভাষায় এই অবাঞ্ছিত ঘটনার প্রতিবাদের সঙ্গে সঙ্গে আমরা সরকারকে এই ধরনের ব্যবস্থা গ্রহণ হইতে বিরত থাকিতে আহ্বান জানাইতেছি। নতুবা বর্তমানে করাচী ও বাগেরহাটে যে গােলযােগ চলিতেছে তাহা সারা দেশে ছড়াইয়া পড়িতে পারে। আমি জনগণকে পুলিসের এই ধরনের নগ্ন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেও আহ্বান জানাইতেছি। ছাত্ররা আমাদেরই সন্তান-সন্ততি এবং তাহারাই জাতির ভবিষ্যৎ। সুতরাং তাহাদের বিষয় সহানুভূতির সহিত বিবেচনা করিতে হইবে এবং তাহাদের দাবী সঙ্গে সঙ্গেই মানিয়া লইতে হইবে।’ – পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!