You dont have javascript enabled! Please enable it! 1964.12.19 | পতেঙ্গা বিমান বন্দরে ২০ সহস্র লােকের সম্বর্ধনা | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১৯শে ডিসেম্বর ১৯৬৪

পতেঙ্গা বিমান বন্দরে ২০ সহস্র লােকের সম্বর্ধনা

(নিজস্ব সংবাদদাতা প্রেরিত)
চট্টগ্রাম, ১৮ই ডিসেম্বর।-সম্মিলিত বিরােধী দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মােহতারেমা মিস ফাতেমা জিন্না অদ্য বিমানযােগে ঢাকা হইতে এখানে আগমন করেন।
পতেঙ্গা বিমান বন্দরে অপেক্ষমাণ এক বিরাট জনতা তাহাকে সম্বৰ্ধনা জ্ঞাপন করে। বিমান বন্দরে মিস জিন্নাহকে যাহারা অভিনন্দন জানান তাহাদের মধ্যে চট্টগ্রামের স্থানীয় কপ নেতৃবৃন্দ, মাদারে মিল্লাত নিৰ্বাচনী কমিটি ও চট্টগ্রাম বার সমিতির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। প্রায় ২০ সহস্রাধিক উল্লসিত জনতা মিস জিন্নাকে সম্বৰ্ধনা জ্ঞাপনকারী বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করে ও শ্লোগান দেয়। তাহারা যে সব প্লাকার্ড বহন করে তাহাতে লেখা ছিল “মাদারে মিল্লাত জিন্দাবাদ”, “মুক্তির দিশারী ফাতেমা জিন্নাহ জিন্দাবাদ”, “গণতন্ত্রের প্রতীক মাদারে মিল্লাত জিন্দাবাদ” ইত্যাদি। মিস জিন্নাহর সহিত সম্মিলিত বিরােধী দলের অন্যান্য যে সব নেতা চট্টগ্রামে আগমন করেন তাহারা হইতেছেন শেখ মুজিবর রহমান, জনাব জহিরুদ্দীন, জনাব এস, এম, আফজল, পরিষদ সদস্য জনাব ফরিদ আহমদ ও আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট জনাব কে, এইচ, খুরশীদ।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব