You dont have javascript enabled! Please enable it! 1964.11.27 | পশ্চাদদ্বার দিয়া আইয়ুবের বাজীমাতের চেষ্টা- ৩ জন উজিরের মনােনয়পত্র দাখেল সম্পর্কে শেখ মুজিব | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২৭শে নভেম্বর ১৯৬৪

পশ্চাদদ্বার দিয়া আইয়ুবের বাজীমাতের চেষ্টা
৩ জন উজিরের মনােনয়পত্র দাখেল সম্পর্কে শেখ মুজিব

রাওয়ালপিণ্ডি, ২৬শে নবেম্বর।- আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান আজ এখানে বলেন যে, নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুবের যে হার হইয়াছে, ৩ জন কেন্দ্রীয় উজিরের মনােনয়নপত্র দাখেলের মধ্যে দিয়াই তাহা পরিষ্কার হইয়া উঠিয়াছে। তাই তিনি (প্রেসিডেন্ট আইয়ুব) পশ্চাদদ্বার দিয়া নিৰ্বাচন বৈতরণী পার হইবার কোশেশ করিতেছেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কেন্দ্রীয় অর্থ উজির জনাব মােহাম্মদ শােয়েব এবং কেন্দ্রীয় সংযােগ উজির জনাব খান এ সবুরের মনােনয়নপত্র দাখেল সম্পর্কে তিনি উপরােক্ত মন্তব্য করেন। শেখ মুজিব আরও বলেন, সম্মিলিত বিরােধী দল মিস জিন্না ব্যতীত কোন বিকল্প অথবা ‘সাক্ষী গােপালকে মনােনয়ন দান করিবে না। আমরা যাকে তাকে মনােনয়ন দিব না। তিনি বলেন, পূর্ব পাকিস্তানের লােকের প্রস্তাবিত এবং সমর্থিত ১১টি মনােনয়নপত্র মিস জিন্নার পক্ষ হইতে দাখেল করা হইয়াছে।- পি, পি, এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব