You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
২৭ শে নভেম্বর ১৯৬৪

‘আইয়ুব পরাজিত, তাই এবার পশ্চাদ্বার দিয়া নির্বাচন প্রয়াসী
– শেখ মুজিবর রহমান

রাওয়ালপিণ্ডি, ২৬শে নবেম্বর-আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান অদ্য এখানে বলেন যে, তিনজন কেন্দ্রীয় মন্ত্রীর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনােনয়নপত্র দাখিল করায় এই সত্যই ফুটিয়া উঠিল যে, প্রেসিডেন্ট আইয়ুব নির্বাচনে ইতিমধ্যেই হারিয়া গিয়াছেন এবং এজন্য তিনি এখন “পিছনের দরজা দিয়া আবার গদি পাইতে অভিলাষী হইয়া উঠিয়াছেন।
কেন্দ্রীয় অর্থ সচিব জনাব মােহাম্মদ শােয়েব, যােগাযােগমন্ত্রী জনাব সবুর প্রমুখের মনােনয়নপত্র দাখিল প্রসঙ্গে শেখ মুজিবর উপরােক্ত মন্তব্য করেন।
শেখ মুজিবর রহমান আরও বলেন যে, সম্মিলিত বিরােধীদল মােহতারেমা ফাতেমা জিন্নাহ ছাড়া ষ্ট্যাণ্ড-বাই’ বা ‘ডামী হিসাবে আর কোন প্রার্থী দাঁড় করাইবে না। তিনি বলেন, আমরা কোন প্রকার লুকোচুরি পছন্দ করি না।
তিনি জানান যে, মিস ফাতেমা জিন্নার পক্ষে তিনি পূর্ব পাকিস্তান হইতে বিভিন্ন ব্যক্তি কর্তৃক প্রস্তাবিত ও সমর্থিত ১১খানি মনােনয়নপত্র পাঠাইয়াছেন। —পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!