আজাদ
৩০শে নভেম্বর ১৯৬৪
একই দিনে নির্বাচন অনুষ্ঠানের দাবী
প্রধান নির্বাচনী কমিশনারের নিকট ‘কপ’-এর তার
(ষ্টাফ রিপাের্টার)
আজ সকাল ১০টা হইতে বিকাল ১টা পর্যন্ত সম্মিলিত বিরােধীদলের অফিসে সম্মিলিত বিরােধীদলের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনের বিভিন্ন দিক লইয়া আলােচনা হয়। সভায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একই দিনে ভােট গ্রহণের অনুরােধ জানাইয়া প্রধান নির্বাচনী কমিশনারের নিকট একটি তারবার্তা প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং অদ্যই তারবার্তাটি প্রেরণও করা হয়। উক্ত তারবার্তায় বলা হয়, বিরােধীদল ইতিপূৰ্ব্বে সারা দেশে একই দিনে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানাইয়াছে। বিরােধীদল মনে করে, সরকার দেশের দুই অংশে প্রথম দিন পশ্চিম পাকিস্তানে এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তানে ভােট গ্রহণের দিন ধার্য্য করার জন্য চাপ দিতেছে। কিন্তু নীতিগতভাবেই ইহা ভুল। কেননা ইহার ফলে একটি প্রদেশের নির্বাচনের ফলাফল অপর অংশের নির্বাচনের উপর প্রভাব বিস্তার করিবে। উপরােক্ত ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে সম্মিলিত বিরােধী দল দেশের উভয় প্রদেশে একই দিনে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানাইতেছে। তারবার্তাটিতে মওলানা আবুল আলা মওদুদী, চৌধুরী মােহাম্মদ আলী, সৈয়দ মােহাম্মদ আফজাল, শেখ মুজিবর রহমান এবং জনাব মাহমুদুল হক ওছমানী স্বাক্ষরদান করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব