You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
২২শে নভেম্বর ১৯৬৪

৫ই ডিসেম্বর সােহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী
যথাযােগ্য মর্যাদার সহিত পালনের জন্য
শেখ মুজিবের আহ্বান

(স্টাফ রিপাের্টার)
আগামী ৫ই ডিসেম্বর মরহুম হােসেন শহীদ সােহরাওয়ার্দীর প্রথম মৃত্যুবার্ষিকী সমগ্র পাকিস্তানে যথাযােগ্য মর্যাদার সহিত সার্বজনীনভাবে পালন করার জন্য শেখ মুজিবর রহমান গতকল্য (শনিবার) আওয়ামী লীগের সকল ইউনিটের প্রতি আহ্বান জানাইয়াছেন। মৃত্যুবার্ষিকী দিবসে কোরান খানি, বিশেষ প্রার্থনা, কাঙ্গালী-ভােজন ও মুষ্টিভিক্ষা বিতরণ এবং মরহুমের জীবনী সম্পর্কে আলােচনা সভার ব্যবস্থা থাকিবে।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে শেখ মুজিব বলেন যে, ৫ই ডিসেম্বর একটি জাতীয় শােক দিবস। গত বৎসর এইদিন দেশ তাহার কৃতীসন্তান মরহুম হােসেন শহীদ সােহরাওয়ার্দীকে হারায়। প্রতি বত্সর ৫ই ডিসেম্বর দেশবাসী পূর্ণ গণতন্ত্রের মশালবাহী ও ব্যক্তিস্বাধীনতার জন্য আমরণ সংগ্রামশীল মরহুম সােহরাওয়ার্দীর স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করিবে এবং মরহুমের অসমাপ্ত মঙ্গলমানসী কার্যাদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করার শপথ গ্রহণ করিবে।
সকল গণতন্ত্রকামী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সহযােগিতা লইয়া সমগ্র পাকিস্তানে যথাযােগ্য মর্যাদার সহিত শহীদের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের জন্য শেখ মুজিব আওয়ামী লীগের সকল ইউনিটের প্রতি আহ্বান জানাইয়াছেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!