ইত্তেফাক
১৪ই নভেম্বর ১৯৬৪
বিরােধীদল মনােনীত প্রার্থীকে ভােট দিন
শহরের বিভিন্ন স্থানে জনসভায় মুজিব ও নেতৃবৃন্দের বক্তৃতা
(ষ্টাফ রিপাের্টার)
প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান গতকল্য (শুক্রবার) ঢাকা শহরের বাসাবাে, খিলগাঁও, রাজারবাগ ও ধানমন্ডাতে চারটি নির্বাচনী সভায় বক্তৃতা করেন। মােহাম্মদপুর ইউনিয়নের ধানমণ্ডাই এলাকার সভায় জনাব ফরিদ আহমদও শেখ মুজিবের সঙ্গে ছিলেন। সম্মিলিত বিরােধী দলের পূর্ব পাকিস্তান কমিটির সভাপতি শাহ আজিজুর রহমান খালিকাপুলে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন।
শেখ মুজিবর রহমান সকল সভায় উপস্থিত সকলকে সম্মিলিত বিরােধী দলের প্রার্থীকেই ভােট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন যে, সম্মিলিত বিরােধীদলের মনােনীত প্রার্থীরাই একমাত্র বিরােধী দলের প্রার্থী। তিনি ভােটারদের স্মরণ করাইয়া দেন যে, আজ কে প্রার্থী তা বড় কথা নয়। বড় কথা হইতেছে, কি নীতির জন্য সংশ্লিষ্ট প্রার্থী সংগ্রাম করিতেছে। সুতরাং আজ দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বিসর্জন দিয়া নীতির খাতিরে ও মাদারে মিল্লাতকে জয়যুক্ত করার জন্য সম্মিলিত বিরােধীদলের প্রার্থীকে ভােট দিতে হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব