You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
১৬ই নভেম্বর ১৯৬৪

মুজিব কর্তৃক
লালমিয়ার দাবীচ্যালেঞ্জ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব লালমিয়া ফরিদপুর পৌরসভা এলাকায় কনভেনশন লীগ প্রার্থীরা শতকরা ৭৫টি আসন পাইয়াছে বলিয়া যে দাবী করিয়াছেন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী এবং সম্মিলিত বিরােধী দলের অন্যতম প্রধান শেখ মুজিবর রহমান গতকল্য (রবিবার) এক বিবৃতিতে উক্ত দাবীকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলিয়া অভিহিত করেন।
শেখ মুজিবর রহমান তাহার বিবৃতির সঙ্গে ফরিদপুর পৌরসভার এ পর্যন্ত নির্বাচিত সদস্যদের রাজনৈতিক দলীয় আনুগত্যসহ নিম্নোক্ত তালিকা প্রকাশ করেন। কমলাপুর ইউনিয়ন কমিটি ও মেসার্স ইমামুদ্দীন আহমদ (কপ), মনােয়ার হােসেন (কপ), সাঈদুল হক (কপ), বৃন্দাবন বিশ্বাস (কপ), মহিউদ্দীন আহমদ (কনভেনশন)।
জিলাতুলা ইউনিয়ন কমিটি ও মেসার্স আলাউদ্দীন আহমদ (কপ), সৈয়দ মিয়া (কপ), মুজিবর রহমান খান (কপ), আবদুর রশীদ বকাওয়াল (কপ), হায়দার চৌধুরী (স্বতন্ত্র)।
গােয়ালশাচাল ইউনিয়ন কমিটি ও মেসার্স আনসারুদ্দীন মােল্লা (কপ), নিমাই দাস (কপ) ডাঃ রাখাল চন্দ্র (কপ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), এইচ, গােলাম কিবরিয়া (কপ), ইসমাইল মাতববর (কপ), বিশ্বনাথ (কপ)। -পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!