আজাদ
১৭ই নভেম্বর ১৯৬৪
নির্বাচকমণ্ডলীর নির্বাচনে মিস জিন্নার প্রতি জনগণের রায়
আওয়ামী নেতা শেখ মুজিব কর্তৃক ফলাফল বিশ্লেষণ
ঢাকা, ১৬ই নবেম্বর।-আজ আওয়ামী নেতা শেখ মুজিব এখানে এক বিবৃতি প্রসঙ্গে বলেন যে, চলতি নিৰ্ব্বাচকমণ্ডলী নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনসাধারণ মােহতারেমা জিন্নার সমর্থনে রায় দিয়াছে।
এসম্পর্কে নিৰ্বাচকমণ্ডলী নির্বাচনের ফলাফল প্রকাশ করিয়া বলেন যে, এ পর্যন্ত ২৫৮২৫ টি ইউনিটে ২৩৯২২ জন ‘কপ প্রার্থী নিৰ্বাচিত হইয়াছে। আরও প্রায় ১৫০০০ ইউনিটের নির্বাচনের ফলাফল এখনও প্রকাশ করা হয় নাই। সম্মিলিত বিরােধী দল কর্তৃক প্রাপ্ত বিভিন্ন জেলার নির্বাচন কেন্দ্রের ফলাফল তিনি জেলাওয়ারীভাবে প্রকাশ করেন। শেখ ছাহেব গণতন্ত্রের আহ্বানে জনসাধারণ যেভাবে সাড়া দিয়াছে তাহার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এরপরও যে সব কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হইতেছে উহাও অনুরূপভাবে তাহাদের সমর্থন লাভ করিবে। অতঃপর নিৰ্বাচনে সরকার পক্ষের কতিপয় পরিষদ সদস্যের পরাজয়ের উল্লেখ করিয়া তিনি বলেন যে, সরকার যদি নিৰ্বাচনে বিরােধী দলের দাবীর প্রতি সন্দেহ পােষণ করেন, তবে তাহারা যেন জনাব আলী আমজাদ খান এম এন এ, আলী ইয়ার খান এম এন এ প্রমুখ সরকার পক্ষের জাদরেল সমর্থকদের ভাগ্যবিপর্যয় দেখিয়া শিক্ষা গ্রহণ করেন। এছাড়া আরও অনেকে শােচনীয় পরাজয় বরণ করিয়াছেন, এমনকি তাহাদের জামানত পৰ্য্যন্ত জব্দ হইয়াছে বলিয়া তিনি উল্লেখ করেন। তিনি অতঃপর সরকার সমর্থক লীগপন্থী এবং সরকারী কর্মচারীদের চাপে বিভ্রান্ত না হইয়া গণতন্ত্রের সগ্রাম আগাইয়া নেওয়ার জন্য নব নির্বাচিত গণতন্ত্রীদের প্রতি আহ্বান জানান। পি,পি,এ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব