You dont have javascript enabled! Please enable it! 1964.11.17 | শেখ মুজিবের ভ্রাতার পরাজয় সম্পর্কিত সংবাদের প্রতিবাদ | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
১৭ই নভেম্বর ১৯৬৪

শেখ মুজিবের ভ্রাতার পরাজয় সম্পর্কিত
সংবাদের প্রতিবাদ

গতকল্য (সােমবার) রাত্রে সম্মিলিত বিরােধী দলের পক্ষ হইতে প্রেরিত এক বিবৃতিতে বলা হয় যে, মােহাম্মদপুর ইউনিয়ন কাউন্সিলের ১৪ নং ইউনিটে শেখ মুজিবরের ভ্রাতা পরাজিত হইয়াছেন বলিয়া এক শ্রেণীর সংবাদপত্রে প্রকাশিত খবরের প্রতি দৃষ্টি আকৃষ্ট হইয়াছে। বিবৃতিতে বলা হয় যে, উক্ত ইউনিটে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ ভ্রাতা আবিষ্কার করা সত্যই চমকপ্রদ। শেখ মুজিবের একমাত্র কনিষ্ঠ ভ্রাতা শেখ আবু নসর খুলনায় ব্যবসা করেন। নির্বাচনের প্রাক্কালে শেখ নসর গােপালগঞ্জ অবস্থান করিতেছিলেন এবং উক্ত নির্বাচনে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী জনাব ওয়াহিদুজ্জামানের ভ্রাতা জনাব ফায়েকুজ্জামান পরাজিত হন।
প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, উক্ত ইউনিটে সম্মিলিত বিরােধী দল নির্দিষ্ট কোন প্রার্থীকে মনােনয়ন দানের পরিবর্তে দুইজন প্রার্থীকে সমর্থন দান করিয়াছিল। উপরিউক্ত দুইজন প্রার্থীর মধ্যে অন্যতম প্রার্থী সৈয়দ মােহাম্মদ হাশেম নির্বাচনে জয়লাভ করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব