আজাদ
১৯শে নভেম্বর ১৯৬৪
অর্থ উজির শােয়েব বলেনঃ
পাকিস্তান সামরিক খাতে মােট রাজস্বের শতকরা ১৭ ভাগ ব্যয় করে
রাওয়ালপিণ্ডি, ১৮ই নবেম্বর।- অর্থ উজির জনাব শােয়েব আজ এখানে বলেন যে, পাকিস্তান উহার মােট মূলধন ও রাজস্ব খাতের বাজেট হইতে মাত্র শতকরা ১৭ভাগ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যয় করে।
আজ অপরাহে সাংবাদিকদের সহিত আলােচনাকালে তিনি বলেন যে, পাকিস্তান উহার রাজস্বের শতকরা ৬০ ভাগ সামরিক বাজেটে ব্যয় করে বলিয়া যে খবর প্রকাশিত হইয়াছে উহা তিনি এই ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমানের তীব্র সমালােচনা করিয়া বলেন যে, শেখ মুজিব পাকিস্তানকে নিরস্ত্র করিয়া উহাকে ভারতের নিকট বিকাইয়া দিতে চাহে।
আওয়ামী লীগ ক্ষমতায় আসিলে সামরিক বাজেট হ্রাস করিবে এবং ভারতের সহিত একটি মীমাংসায় উপনীত হইবে বলিয়া ভারতীয় পত্রিকায় প্রকাশিত শেখ মুজিবের বিবৃতি সম্পর্কে মন্তব্য করিতে যাইয়া জনাব শােয়েব এই কথা বলেন। এ,পি,এ-র সংবাদদাতার সহিত এক সাক্ষাঙ্কারে শেখ মুজিব বলিয়াছেন যে, ভারত পাকিস্তানের উপর হামলা চালাইবে বলিয়া তিনি বিশ্বাস করেন না। শান্তি ও যুদ্ধ কেবলমাত্র রাশিয়া ও যুক্তরাষ্ট্রই অক্ষুন্ন রাখিতে পারে। -এ,পিপি/পিপিএ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব