আজাদ
৮ই নভেম্বর ১৯৬৪
রাষ্ট্রদ্রোহের দায়ে শেখ মুজিবকে গ্রেপ্তার ও মুক্তিদান
(ষ্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমানকে লালবাগ পুলিশ গতকল্য শনিবার সকালে রাষ্ট্রদ্রোহিতার অভিযােগে পাকিস্তান দণ্ডবিধির ১২৪ নং ধারা মােতাবেক গ্রেফতার করে। তাহার বিরুদ্ধে মামলা দায়ের করা হইয়াছে। শেখ মুজিবের বিরুদ্ধে উত্থাপিত অভিযােগ জানা যায়। নাই। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এই গ্রেফতারী পরােয়ানা জারী করেন। পরে শেখ মুজিবর রহমানকে দুই হাজার টাকার দুইটি পৃথক পৃথক জামিনে মুক্তি দেওয়া হয়।
তাঁহাকে আগামী ২০শে নবেম্বর তারিখে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের এজলাসে উপস্থিত হইতে নির্দেশ দেওয়া হইয়াছে। শেখ মুজিবের বিরুদ্ধে বর্তমানে আরাে তিনটি মামলা চলিতেছে বলিয়া প্রকাশ।
শেখ মুজিবের কাশীপুর যাত্রা
পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজীবর রহমান। ৮ই নবেম্বর এক জনসভায় বক্তৃতাদানের জন্য কাশীপুর যাত্রা করিবেন। স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এই জনসভায় জনাব হাফেজ হাবিবুর রহমান ও রােকেয়া আনওয়ার এম এন এও বক্তৃতা করিবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব