You dont have javascript enabled! Please enable it! 1964.11.08 | রাষ্ট্রদ্রোহিতার অভিযােগে শেখ মুজিবর গ্রেফতার ও জামিনে মুক্তিলাভ | পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

পূর্বদেশ
৮ই নভেম্বর ১৯৬৪

রাষ্ট্রদ্রোহিতার অভিযােগে
শেখ মুজিবর গ্রেফতার ও জামিনে মুক্তিলাভ

সম্মিলিত বিরােধীদলের অন্যতম নেতা এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমানকে গতকাল (শনিবার) সকালে তাঁর বাস ভবন থেকে গ্রেফতার করা হয় বলে পি-পি-এ’র খবরে প্রকাশ।
ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনারের এক ওয়ারেন্টবলে লালবাগ থানার ভারপ্রাপ্ত অফিসার শেখ মুজিবরকে গ্রেফতার করেন। শেখ মুজিবরকে গতকালই দু’হাজার টাকার জামিন ও তৎসহ উক্ত পরিমাণ অর্থের দু’টি ব্যক্তিগত জামানতে মুক্তি দেয়া হয়। তার বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধি আইনের ১২৪(ক) ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অভিযােগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযােগ সম্পর্কে জানা যায়নি।
আগামী ২০শে নবেম্বর ঢাকার অতিরিক্ত ডেপুটী কমিশনারের আদালতে হাজির হওয়ার জন্যে শেখ মুজিবরকে নির্দেশ দেয়া হয়েছে। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, শেখ মুজিবরের বিরুদ্ধে আরও ৩টি মামলা বিচারাধীন রয়েছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব