আজাদ
৯ই নভেম্বর ১৯৬৪
সম্মিলিত বিরােধী দলের বাণী ঘরে ঘরে পৌছাইয়া দিন
মাধবদির জনসভায় যুবকদের প্রতি শেখ মুজিবের আহ্বান
মাধবদি (ঢাকা), ৭ই নবেম্বর। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী এবং সম্মিলিত বিরােধী দলীয় নেতা শেখ মুজিবর রহমান অদ্য এখানে এক বিরাট জনসভায় বক্তৃতাকালে যুবকদের প্রতি আহ্বান জানাইয়া বলেন যে, জনসাধারণের মধ্যে সম্মিলিত বিরােধী দলের বাণী পৌছাইয়া দেওয়ার জন্য পূর্ব পাকিস্তানের সর্বত্র ছড়াইয়া পড়ন। মাদারে মিল্লাতের প্রতি জনসাধারণের সমর্থন সৃষ্টির জন্য শেখ মুজিব জনসাধারণের প্রতি আহ্বান জানান। বিরােধীদলীয় জাতীয় পরিষদ সদস্য জনাব বেনজীর আহমদ সভায় সভাপতিত্ব করেন। সভায় পূর্ব পাকিস্তান কাউন্সিল মােছলেম লীগের জেনারেল সেক্রেটারী জনাব শফিকুল ইসলাম, পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব তাজউদ্দীন এবং নারায়ণগঞ্জ মহকুমা আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব বজলুর রহমান বক্তৃতা করেন। শেখ মুজিব তার জোরাল বক্তৃতাকালে বলেন যে, দেশ বর্তমানে পরাধীনতার নিগড়ে আবদ্ধ হইয়া পড়িয়াছে। জনসাধারণ সম্মান ও মর্যাদার সহিত বসবাস করিতে পারে এমনভাবে পাকিস্তানকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার পথে বৰ্তমান স্বৈরাচারী সরকারের অবসান ঘটানাের জন্য তিনি জনসাধারণকে আহ্বান জানান। দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা সম্পর্কে আলােচনা কালে শেখ মুজিব বলেন যে, নিত্য প্রয়ােজনীয় দ্রব্যাদির মূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে চলিয়া যাওয়ায় তাহারা অশেষ দুঃখ-দুর্দশার মধ্যে দিনাতিপাত করিতেছেন।
তিনি বলেন যে, বর্তমান শাসন ব্যবস্থায় ধনী অধিকতর ধনী এবং দরিদ্র। আরও দরিদ্র হইয়া পড়িতেছে। দ্বিতীয় পাঁচসালা পরিকল্পনা সম্পর্কে আলােচনাকালে তিনি বলেন যে, এই পরিকল্পনায় পশ্চিম পাকিস্তান তিন হাজার তিনশত ৫০ কোটি টাকা লাভ করিয়াছে। অপরদিকে পূৰ্ব্ব পাকিস্তানের ভাগে পড়িয়াছে কেবলমাত্র নয়শত ৫০ কোটি টাকা। পূৰ্ব্ব পাকিস্তান কাউন্সিল লীগের জেনারেল সেক্রেটারী জনাব শফিকুল ইসলাম বক্তৃতাকালে বলেন যে, বর্তমান সরকারের আমলে জনসাধারণ তাহাদের মৌলিক অধিকার হইতে বঞ্চিত হইয়াছে। তিনি বলেন যে, যে সকল লােক এক সময় ভােট দিয়া পাকিস্তান হাছেল করিয়