সংবাদ
৯ই নভেম্বর ১৯৬৪
আইয়ুবের জবাবে শেখ মুজীব
দেশে যদি পুনরায় বিপ্লব ঘটে প্রেসিডেন্ট নিজেই দায়ী হইবেন
ঢাকা, ৮ই নভেম্বর (পি, পি, এ)।- শেখ মুজিবর রহমান কাশিপুরের এক বিরাট জনসভায় বলেন যে, যদি দেশে পুনরায় বিপ্লব ঘটে তবে উহার জন্য প্রেসিডেন্ট আইয়ুব নিজেই সম্পূর্ণরূপে দায়ী হইবেন।
সম্মিলিত বিরােধীদল ক্ষমতাসীন হইলে দেশে পুনরায় সামরিক অভ্যুত্থান ঘটিবে বলিয়া প্রেসিডেন্ট আইয়ুব বার বার যে হুমকি প্রদর্শন করিতেছেন, তাহার জবাবে আওয়ামী নেতা উপরােক্ত মন্তব্য করেন।
সন্ধ্যায় রাজধানী হইতে ১৫ মাইল দূরবর্তী কাশিপুরের এক জনসভায় শেখ মুজিব বলেন, প্রেসিডেন্ট আইয়ুব বলিয়াছেন যে, যদি কোন যােগ্য প্রার্থী দাঁড়ায়, তাহা হইলে তিনি তাঁহার মনােনয়নপত্র প্রত্যাহার করিবেন। কিন্তু যােগ্য প্রার্থীর যােগ্যতা কে” যাচাই করিবে? জনগণ না প্রেসিডেন্ট আইয়ুব স্বয়ং?” তিনি আরও বলেন যে, বর্তমান সরকারের শাসনামলে এক দিকে জনগণের অর্থনৈতিক বুনিয়াদ ধ্বসিয়া পড়িয়াছে অপর দিকে নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার বাহিরে চলিয়া যাইতেছে। এই জনসভায় বেগম রােকেয়া আনােয়ার ও জনাব হাফেজ হাফিজুর রহমানও বক্তৃতা করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব