You dont have javascript enabled! Please enable it! 1964.11.10 | গণতন্ত্র আদায়ের জন্য সম্মিলিত বিরােধী দলের প্রার্থীকে জয়যুক্ত করুন- আজিমপুরা এষ্টেটে বিরােধীদলীয় নেতৃবৃন্দের বক্তৃতা | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১০ই নভেম্বর ১৯৬৪

গণতন্ত্র আদায়ের জন্য
সম্মিলিত বিরােধী দলের প্রার্থীকে জয়যুক্ত করুন
আজিমপুরা এষ্টেটে বিরােধীদলীয় নেতৃবৃন্দের বক্তৃতা

ঢাকা, ৮ই নবেম্বর। -সম্মিলিত বিরােধী দলের নেতৃবৃন্দ গতকল্য আসন্ন নির্বাচনে বিরােধীদলীয় প্রার্থীদের সমর্থন এবং নিৰ্বাচিত করার জন্য ভােটারদের প্রতি আহ্বান জানাইয়াছেন। গতকল্য আজিমপুরায় সম্মিলিত বিরােধীদলের উদ্যোগে আয়ােজিত এক সভায় বিরােধীদলীয় নেতৃবৃন্দ মেসার্স শেখ মুজিবর রহমান, মহিউদ্দিন আহমদ, জহিরুদ্দীন, মওলানা নূরুজ্জামান এবং বেগম রােকাইয়া আনওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদিকা মিসেস মতিয়া চৌধুরী সভায় বক্তৃতা প্রসঙ্গে বিরােধী দলীয় প্রার্থীদের আসন্ন নির্বাচনে জয়যুক্ত করার জন্য স্থানীয় ছাত্র এবং তরুণদের প্রতি আবেদন জানান। মিসেস চৌধুরী বলেন, তাহাদের ২২দফা দাবী আদায়ের স্বার্থেই সম্মিলিত বিরােধী দলীয় প্রার্থীদের কামিয়াব করিয়া তুলিতে হইবে। সম্মিলিত বিরােধী দলের (পাঁচ দল) নেতৃবৃন্দ সভায় বক্তৃতাকালে আশা প্রকাশ করেন যে, এক ব্যক্তির শাসন অবসানের জন্য মােহতারেমা মিস ফাতেমা জিন্নার যে ডাক তাহাতে আজিমপুরা এষ্টেটের ভােটারগণ অবশ্যই সাড়া দিবেন। কেননা অবশিষ্ট পূর্ব পাকিস্তানীদের ন্যায় তাহারাও মর্যাদাপূর্ণ ও সুখী জীবনযাপন করিতে চান।
এই এলাকায় সম্মিলিত বিরােধী দলের প্রার্থী হিসাবে জনাব ওয়াহিদুল হক, জনাব বাহাউদ্দিন চৌধুরী, জনাব জয়নাল আবেদীন, জনাব শাহাদৎ আলী এবং জনাব শামসুল আলম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিতেছেন।
সভায় তাহাদেরকে সকলের সহিত পরিচয় করাইয়া দেওয়া হয়। পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব