You dont have javascript enabled! Please enable it! 1964.10.24 | গফরগাঁর শহীদদের প্রতি শেখ মুজিবরের শােক জ্ঞাপন | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
২৪শে অক্টোবর ১৯৬৪

গফরগাঁর শহীদদের প্রতি শেখ মুজিবরের শােক জ্ঞাপন

(ষ্টাফ রিপাের্টার)। মাদারে মিল্লাতকে সম্বর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্যে আগমন করিয়া গত ২১শে অক্টোবর গফরগাঁও রেল ষ্টেশনে এবং গফরগাঁও ঘাটে যাহারা শহীদ হইয়াছেন, প্রাদেশিক আওয়ামী লীগ সম্পাদক শেখ মুজিবর রহমান তাহাদের আত্মার মাগফেরাত কামনা করিয়াছেন। এবং শহীদদের শােকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করিয়াছেন। শেখ মুজিব বলেন যে, মাদারে মিল্লাতকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য রেল ষ্টেশনে আসিয়া নির্মীয়মাণ প্লাটফরমের কাঠামাে ধসিয়া এবং ষ্টেশনে আসার পথে গফরগাও ব্রহ্মপুত্র নদীর ঘাটে নৌকা ডুবিতে যাহারা শহীদ হইয়াছেন, তাহারা গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বীর সেনানী হিসাবে অবিস্মরণীয় হইয়া থাকিবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব