You dont have javascript enabled! Please enable it! 1964.11.02 | মিস জিন্নার সমর্থক পার্টীকে ভােট দিন- গােপালগঞ্জে শেখ মুজিবরের বক্তৃতা | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২রা নভেম্বর ১৯৬৪

মিস জিন্নার সমর্থক পার্টীকে ভােট দিন
গােপালগঞ্জে শেখ মুজিবরের বক্তৃতা

গােপালগঞ্জ, ৩১শে অক্টোবর। -পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান গতকল্য এখান হইতে ২০ মাইল দূরবর্তী জলিল পাড়ে এক বিরাট জনসভায় বক্তৃতা করেন।
আসন্ন নির্বাচনে নির্বাচিত হইয়া যাহারা মিস জিন্নাকে ভােট দান করিবেন, তাহাদিগকে ভােট দেওয়ার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান। শেখ মুজিব বলেন যে, মিস জিন্না প্রেসিডেন্ট নির্বাচিত হইলে জনসাধারণ অত্যাচার ও নির্যাতনের হাত হইতে মুক্তি লাভ করিবে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মিঃ সত্যেন্দ্র নাথ বারােরী এবং বক্তৃতা করেন মেসার্স শাহ মােয়াজ্জেম হােসেন, মােল্লা জালালুদ্দিন আহমদ, এডভােকেট নাজির আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ।
শেখ মুজিব এক অভিযােগে বলেন যে, বর্তমান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে ব্যর্থতার পরিচয় দিয়াছে। তিনি সংখ্যালঘুদেরকে বাস্তুত্যাগ না করার আহ্বান জানান। -সংবাদদাতা

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব