আজাদ
১৪ই অক্টোবর ১৯৬৪
অদ্য আজম খান ঢাকায় আসিবেন
(স্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তানের সাবেক গবর্ণর লেঃ জেনারেল আজম খান অদ্য অপরাহ ৫টায় ঢাকা আগমন করিবেন। গরীবের বন্ধু জনদরদী আজমের আগমনের সংবাদে প্রাদেশিক রাজধানী সরগরম হইয়া উঠিয়াছে এবং জনসাধারণের মধ্যে বিপুল সাড়া পড়িয়াছে। সম্মিলিত বিরােধী দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মােহতারেমা মিস ফাতেমা জিন্নাহর পূর্ব পাকিস্তানে নিৰ্বাচনী সফরের সময় জেনারেল আজম খান তাঁহার সহগামী হইবেন। জেনারেল আজম খানকে ঢাকা বিমান বন্দরে ব্যাপক সম্বৰ্ধনা জ্ঞাপনের আয়ােজন করা হইয়াছে। উল্লেখযােগ্য যে, পূর্ব পাকিস্তানের গবর্ণরপদে এস্তেফা দিয়া পশ্চিম পাকিস্তানে গমনের পর এই প্রথম জেনারেল আজম খান পূর্ব পাকিস্তানে আগমন করিবেন। তিনি মিস জিন্নাহর নির্বাচনী সফরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, মােমেনশাহী এবং অন্যান্য স্থানেও গমন করিবেন। গতকল্য মঙ্গলবার পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান এক বিবৃতিতে জেনারেল আজম খানকে বিমান বন্দরে বিপুল সম্বৰ্ধনা জ্ঞাপনের আহ্বান জানাইয়াছেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব