আজাদ
১৫ই অক্টোবর ১৯৬৪
আজ সেই প্রতীক্ষিত দিন ও যুগশ্রেষ্ঠ সম্বর্ধনার আয়ােজন
বঞ্চিত জনগণের প্রাণের দাবীর প্রতিধ্বনি লইয়া মিস জিন্নার ঢাকা আগমন
(ষ্টাফ রিপাের্টার)
সম্মিলিত বিরােধী দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মােহতারেমা মিস ফাতেমা জিন্নাহ অদ্য বৃহস্পতিবার সকাল ১০-৩০ মিনিটে করাচী হইতে ঢাকা বিমান বন্দরে আগমন করিবেন। দীর্ঘ দশ বছর পর এই প্রথম তিনি এ প্রদেশে আসিতেছেন। মিস জিন্নাহর ঢাকা আগমন উপলক্ষে জনসাধারণ মৌলিক অধিকার হারাইয়া যে নিরাশার অন্ধকারে বাস করিতেছেন, সেই অবস্থায় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার প্রতীক মােহতারেমা মিস জিন্নার পূর্ব পাকিস্তান আগমনে প্রদেশের সর্বত্র অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য সৃষ্টি হইয়াছে। অদ্য বৃহস্পতিবার ঢাকার নাগরিকগণ এই মহিয়সী নারীকে বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপক্ষে তাহাদের বলিষ্ঠ মনােভাব ব্যক্ত করিবেন। সম্মিলিত বিরােধী দলগুলির পক্ষ হইতে সৰ্ব্বত্র তাহাকে বিপুল সম্বৰ্ধনা জ্ঞাপনের আয়ােজন করা হইয়াছে।
গতকল্য বুধবার সম্মিলিত বিরােধী দলের পূর্ব পাকিস্তান কমিটির বৈঠকে মাদারে মিল্লাতের সম্বর্ধনার আয়ােজন সম্পর্কে পৰ্যালােচনা করা হয়। জনাব শফিকুল ইসলাম এই বৈঠকে সভাপতিত্ব করেন।
শহরের বিভিন্ন স্থানে মােট ১৩টি সুসজ্জিত তােরণ নির্মিত হইয়াছে এবং এইগুলি আজাদী এবং রাষ্ট্রভাষা আন্দোলনের বীর শহীদানের নামে উৎসর্গ করা হইয়াছে।
অদ্য বৃহস্পতিবার বিকাল ৪টায় পল্টন ময়দানে সম্মিলিত বিরােধী দলের উদ্যোগে যে জনসভা আহ্বান করা হইয়াছে, তাহাতে মাদারে মিল্লাত বক্তৃতাদান করিবেন। ইহা ছাড়া, মওলানা ভাসানী, খওয়াজা নাজিমুদ্দিন, শেখ মুজিবুর রহমান ও জনাব ফরিদ আহমদ প্রমুখ এই সভায় বক্তৃতা করিবেন। জেনারেল আজম খানও অদ্যকার জনসভায় বক্তৃতা করিবেন।
মােহতারেমা মিস ফাতেমা জিন্নার সপ্তাহ ব্যাপী নিৰ্বাচনী সভা উপলক্ষে চট্টগ্রাম, খুলনা, যশাের, রাজশাহী, নাটোর, ঈশ্বরদী প্রভৃতি স্থান সফর করিবেন।
নিম্নে তাহার বিস্তারিত সফরসূচী প্রদত্ত হইলঃ
১৬ই অক্টোবর (শুক্রবার) দেড়টায় গ্রীন এ্যারােযােগে ঢাকা ত্যাগ ২-২৬ মিঃএ নরসিংদি, ৩-১৬ মিঃ-এ ভৈরব বাজার, ৩-৪২ মিঃ-এ ব্রাহ্মণবাড়িয়া, ৪১৬ মিঃ-এ আখাউড়া, ৫-২১ মিঃ-এ কুমিল্লা, ৬-৫ মিঃ-এ লাকসাম, ৬-৫৯ মিঃ-এ ফেনী, ৮-৫০ মিঃ-এ চট্টগ্রাম পৌছিবেন।
১৭ই অক্টোবর (শনিবার) বিকালে চট্টগ্রামে জনসভায় বক্তৃতা দান।
১৮ই অক্টোবর (রবিবার)সকাল ৬-১৫ মিনিটে পি আই এ বিমানে চট্টগ্রাম ত্যাগ।
ঐ দিন ঢাকা হইতে ৯-৫৫ মিঃ-এ বিমানযােগে যশাের রওয়ানা, ১০-৩০ মিঃ-এ যশাের বিমান বন্দরে এবং ১ টায় খুলনা পৌছিবেন। ঐদিন বিকালে জনসভায় বক্তৃতা দান।
১৯শে অক্টোবর (সােমবার) সকাল ৭-২৫ মিঃ-এ হেলিকপ্টার যােগে ঢাকা পৌছিবেন। সেইদিন ৯-৩০ মিঃ-এ ঢাকা হইতে পি,আই এ বিমানে ঈশ্বরদি রওয়ানা, ১০-২০ মিঃ-এ ঈশ্বরদি বিমান বন্দরে পৌছিবেন, ১১-৪০ মিঃ-এ ঈশ্বরদি হইতে রাজশাহী এক্সপ্রেসে রাজশাহী যাত্রা, ১-৩০ মিঃ-এ রাজশাহী পৌছিবেন। বিকালে জনসভায় বক্তৃতা।
২০শে অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় রাজশাহী হইতে মােটরযােগে নাটোর যাত্রা, ১১-৩৬ মিঃ-এ নাটোর হইতে পার্বতীপুর এক্সপ্রেসে ঈশ্বরদি রওয়ানা, ৫-৫ মিঃ-এ ঈশ্বরদি হইতে পি আই-এ বিমানে ঢাকা আগমন ও ঢাকা অবস্থান।
২১শে অক্টোবর (বুধবার) সকাল ৯টায় দ্রুতযানে ঢাকা হইতে মােমেনশাহী যাত্রা, মােমেনশাহীতে বিকালে জনসভায় বক্তৃতা দান।
২২শে অক্টোবর (বৃহস্পতিবার) ৩-৪০ মিঃ-এ মােমেনশাহী হইতে নর্থবেঙ্গল মেলে ঢাকা প্রত্যাবর্তন, ৬-৪৫ মিঃ-এ ঢাকা পৌছিবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব