You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
১৬ই অক্টোবর ১৯৬৪

শিক্ষক ও শ্রমিকদের উপর অকথ্য নির্যাতন চলিতেছে
-শেখ মুজিব

(ষ্টাফ রিপাের্টার)
গতকল্য (বৃহস্পতিবার) পল্টনের বিশাল জনসমুদ্রের উদ্দেশে বক্তৃতা প্রসঙ্গে আওয়ামী লীগকে শেখ মুজিবর রহমান প্রদেশের ধর্মঘটি প্রায় একলক্ষ শ্রমিকের এবং তেত্রিশ হাজার শিক্ষকের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। শেখ মুজিব বলেন যে, শাসনতন্ত্রের যথেচ্ছাচারে আজ সামগ্রিকভাবে নাগরিক জীবন বিপন্ন। এই দেশের পরম শ্রদ্ধেয় শিক্ষকেরা আজ অনশন ধর্মঘট করিতে বাধ্য হইয়াছেন। তাহারা আজ লাট ভবনের সামনে নির্যাতন, নিপীড়ন ও অবজ্ঞার পরাকাষ্ঠা বহন করিয়া মাথা খুটিয়া মরিতেছেন। কিন্তু নির্দয় সরকার সেইদিকে দৃষ্টপাত করিতেছেন না। শেখ মুজিব বলেন, সাম্প্রতিককালে এই দেশের অর্ধাহার ও অনাহারী শ্রমিকদের উপর যে নির্যাতন হইয়াছে সভ্যতার ইতিহাসে তাহার তুলনা পাওয়া ভার। বাঁচিবার দাবী লইয়া শ্রমিকরা যখন ধর্মঘট করে, সরকার তখন মালিকদের পক্ষ অবলম্বন করেন এবং নির্দয়ভাবে তাহাদের শায়েস্তা করার ব্যবস্থা করেন। আমি সরকারের এই নির্যাতন নীতির তীব্র নিন্দা করি। ধর্মঘটি শিক্ষক আর শ্রমিকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করিয়া তিনি বলেন, নির্যাতিত ভাইরা আমার, বিজয়ের দিন আসিয়াছে, আপনাদের ত্যাগ ও সাধনাই মুক্তিপথের পাথেয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!