ইত্তেফাক
২৪শে সেপ্টেম্বর ১৯৬৪
১৪৪ ধারার আদেশ রহিতঃ পল্টনে জনসভার অনুমতি লাভ
‘জুলুম প্রতিরােধ দিবসে সম্মিলিত বিরােধীদলের উদ্যোগে জনসভা
(ষ্টাফ রিপাের্টার)
ঢাকার কতিপয় এলাকায় জারিকৃত ১৪৪ ধারার আদেশ রহিত হইয়াছে। স্পাের্টস ফেডারেশনও অবশেষে আগামী ২৯শে সেপ্টেম্বর ‘জুলুম প্রতিরােধ দিবসে’ সম্মিলিত বিরােধী দলের উদ্যোগে পল্টন ময়দানে জনসভার অনুমতি দিয়াছেন। পি, পি, এ পরিবেশিত এক খবরে বলা হইয়াছে যে, আগামী ২৯শে সেপ্টেম্বর বিকাল ৪টায় সম্মিলিত বিরােধী দলের উদ্যোগে পল্টন ময়দানে ‘জুলুম প্রতিরােধ দিবস উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হইবে। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান উপরােক্ত তথ্য প্রকাশ করিয়া বলেন যে, পূর্ব পাকিস্তান স্পাের্টস ফেডারেশন পল্টনে জনসভা অনুষ্ঠানের অনুমতি প্রদান করিয়াছে।
জনাব মুজিবুর রহমান সম্মিলিত বিরােধী দলের পক্ষ হইতে জনসাধারণের প্রতি জুলুম প্রতিরােধ হাকিম ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারাবলে ৫ বা ততােধিক ব্যক্তির সমাবেশ; যে- কোন মিছিল, ধ্বনি প্রদান; যেকোন অস্ত্র, লাঠি, পতাকাদণ্ড অথবা যে কোন বিস্ফোরক দ্রব্য অথবা আক্রমণের উদ্দেশ্যে যে কোন অস্ত্র এবং পােষ্টার ও প্লাকার্ড বহন; পােষ্টার অথবা বিজ্ঞাপন প্রদর্শন ও বিতরণ, মাইক, এমপ্লিফায়ার অথবা লাউড স্পীকার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করিয়াছিলেন। এক্ষণে ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব এইচ, টি, ইমাম “শান্তি ও জনশৃংখলাভঙ্গের আশু কোন আশঙ্কা না থাকার দরুন” ফৌজদারী কার্য বিধির ১৪৪ (৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে উপরােক্ত ১৪৪ ধারার আদেশ রহিত করিয়াছেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব