You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
৮ই অক্টোবর ১৯৬৪

গণবিরােধী শাসকগােষ্ঠীর কম্পন শুরু হইয়াছে
– শেখ মুজিব

(স্টাফ রিপাের্টার)
“দেশব্যাপী আজ যে অভূতপূর্ব গণ-জাগরণ দেখা দিয়াছে তাহাতে স্পষ্টই প্রতীয়মান হইতেছে যে, জনসাধারণের জয় অবশ্যম্ভাবী এবং অদূর ভবিষ্যতে দেশে জনসাধারণের সরকার কায়েম হইবে। আজ অভূতপূর্ব গণ-জাগরণের তাহার পক্ষে সম্ভব নয়। বাহিরে থাকিয়া বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসায়ও কঠোর নিয়মানুবর্তিতার মধ্য দিয়া খােন্দকার মােশতাক তাঁহার স্বাস্থ্য রক্ষা করিতেন। কারাগারে তাঁহার স্বাস্থ্য কিছুতেই টিকিতে পারে না। এমতাবস্থায় আমি অবিলম্বে তাঁহার মুক্তি দাবী করিতেছি। আমি সরকারকে সতর্ক করিয়া দিতে চাই যে, খােন্দকার মােশতাক আহমদের স্বাস্থ্য যদি আরও খারাপ হইয়া পড়ে, তবে সেই দায়িত্ব সরকারের এবং এই ধরনের পরিস্থিতির উদ্ভব হইলে তাহার পরিণতি অত্যন্ত খারাপ হইবে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!