আজাদ
১০ই অক্টোবর ১৯৬৪
মিস জিন্নার পূর্ব পাকিস্তান সফরের চূড়ান্ত কর্মসূচী প্রণীত
ঢাকা, ৯ই অক্টোবর। – বিরােধীদলসমূহের ১০ জন বিশিষ্ট নেতা আজ খওয়াজা নাজিমুদ্দীনের বাসভবনে এক আলােচনা বৈঠকে মিলিত হন এবং পূর্ব পাকিস্তানে মিস ফাতেমা জিন্নার আসন্ন নির্বাচনী সফরের কর্মসূচী সম্পর্কে আলােচনা করেন। এ সম্পর্কে আজ রাত্রে সম্মিলিত বিরােধীদলসমূহের একটি বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশার্থ দেওয়া হয়। এই সম্পর্কে বৈঠকের সিদ্ধান্তে বলা হয় যে (১) আগামী ১০ই অক্টোবর সকালে জামাতে এছলামীর ৭, বায়তুল মােকাররমস্থ সিটি অফিসে সম্মিলিত বিরােধীদলের প্রথম অধিবেশন হইবে।
(২) মিস ফাতেমা জিন্নার পূর্ব পাকিস্তান সফরকালে খওয়াজা নাজিমুদ্দীন, মওলানা ভাসানী, শেখ মুজিব, অধ্যাপক গােলাম আজম এবং এবং মওলানা মােসলেহ উদ্দীন মিস জিন্নার সহিত সফরে সামিল থাকিবেন।
(৩) সম্মিলিত বিরােধী দলের একটি সেক্রেটারিয়েট স্থাপন।
(৪) মিস ফাতেমা জিন্নার অনুমােদিত সফর সূচীঃ- ১৫ই অক্টোবর (বৃহস্পতিবার) করাচী হইতে সকাল সাড়ে ৬টায় পি-আই-এ বিমানযােগে ঢাকা আগমন। সেইদিন বিকালে জনসভায় বক্তৃতা দান।
১৬ই অক্টোবর-(শুক্রবার) দেড়টায় গ্রীণ এ্যারােযােগে ঢাকা ত্যাগ। ২-৩৬ মিঃএ নরসিংধি, ৩-১৬ মিঃ এ ভৈরব বাজার, ৩-৪২ মিঃ ব্রাহ্মণবাড়িয়া, ৪১৬ মিঃ-এ আখাউড়া, ৫-২১ মিঃ-এ কুমিল্লা, ৬-০৫ মিঃ-এ লাকসাম, ৬-৫৯ মিঃ-এ ফেনী, ৮-৫০ মিঃ-এ চট্টগ্রাম পৌছিবেন।
১৭ই সেপ্টেম্বর-(শনিবার) বিকালে চট্টগ্রাম জনসভায় বক্তৃতাদান।
১৮ই অক্টোবর (রবিবার) সকাল ৬-১৫ মিঃ-এ পি আই এ বিমানে চট্টগ্রাম ত্যাগ।
ঔ দিন ঢাকা হইতে ১-৫৫ মিঃ-এ বিমানযােগে যশাের রওয়ানা, ১০-৩০ মিঃ-এ যশাের বিমান বন্দরে, এবং ১ টায় খুলনায় পৌছিবেন। ঐ দিন বিকালে জনসভায় বক্তৃতাদান।
১৯শে অক্টোবর (সােমবার) সকাল ৭-২৫ মিঃ-এ হেলিকপ্টার যােগে ঢাকা পৌছিবেন। সেইদিন ৯-৩০ মিঃ-এ ঢাকা হইতে পি আই এ বিমানে ঈশ্বরদি রওয়ানা, ১০-২০ মিঃ ঈশ্বরদি বিমান বন্দরে পৌছিবেন, ১১-৪০ মিঃ-এ ঈশ্বরদি হইতে রাজশাহী এক্সপ্রেসে রাজশাহী যাত্রা, ১-৩০ মিঃ-এ রাজশাহী পৌছিবেন। বিকালে জনসভায় বক্তৃতা। ২০শে অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় রাজশাহী হইতে মােটরযােগে নাটোর যাত্রা। ১১-৩৬ মিঃ-এ নাটোর হইতে পাৰ্বতিপুর এক্সপ্রেসে ঈশ্বরদি রওয়ানা। ৫-৫ মিঃ-এ ঈশ্বরদি হইতে পি আই এ বিমানে ঢাকা আগমন ঢাকা অবস্থান।
২১শে অক্টোবর (বুধবার) সকাল ১টায় দ্রুতযানে ঢাকা হইতে মােমেনশাহী যাত্রা। মােমেনশাহীতে বিকালে জনসভায় বক্তৃতাদান। ২২শে অক্টোবর (বৃহস্পতিবার) ৩-৪০ মিঃ-এ মােমেনশাহী হইতে নর্থবেঙ্গল মেলে ঢাকা প্রত্যাবর্তন। ৬-৪৫ মিঃ-এ ঢাকা পৌছিবেন। পি পি এ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব