আজাদ
১২ই অক্টোবর ১৯৬৪
শেখ মুজিব বলেনঃ
মিস জিন্নাকে ভােট দিন
নারায়ণগঞ্জ, ১১ই অক্টোবর। -এখানে এক জনসমাবেশে আওয়ামী নেতা শেখ মুজিব বলেন যে, পাকিস্তানের জনসাধারণ তাহাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সম্পূর্ণ সচেতন রহিয়াছে এবং আসন্ন নির্বাচনে এ সম্পর্কে ন্যূনতম ব্যতিক্রম ঘটিলে তাহারা উহা প্রতিরােধ করিবে। আজ অপরাহ্নে শীতলক্ষ্যার ফেরীঘাট ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় বক্তৃতা দানকালে শেখ মুজিব এই মন্তব্য করেন। স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক এই জনসভার আয়ােজন করা হয়। স্থানীয় আওয়ামী লীগ প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
প্রেসিডেন্ট নির্বাচনে যাহারা মিস জিন্নাকে ভােটদান করিবে, শেখ মুজিব কেবল তাহাদিগকেই মৌলিক গণতন্ত্রের নির্বাচনে ভােট দিতে অনুরােধ জানান। এ সম্পর্কে তিনি নির্বাচনের ব্যাপারে সরকারী কর্মকর্তাদের প্রভাব প্রয়ােগের বিষয়টিও উল্লেখ করেন। বিরােধী দলও যাহাতে জনসংযােগের সুবিধা পাইতে পারে, তাহার জন্য বিরােধীদলকেও মাইক প্রভৃতি জনসংযােগের ব্যবস্থা গ্রহণের সুবিধা দেওয়ার দাবী জানানাে হয়। সভায় জনাব তাজউদ্দীন আহমদ ও অন্যান্য স্থানীয় নেতা বক্তৃতা করেন। পিপিএ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব