আজাদ
১৫ই সেপ্টেম্বর ১৯৬৪
বিরােধীদলীয় নেতৃবৃন্দের করাচী যাত্রা
(ষ্টাফ রিপাের্টার)
দেশের প্রধান ৫টি বিরােধী রাজনৈতিক দলের আসন্ন করাচী বৈঠকে যােগদানের জন্য আওয়ামী লীগ, ন্যাপ ও কাউন্সিল মােছলেম লীগ নেতৃবৃন্দ গতকল্য সােমবার হইতে করাচী যাত্রা শুরু করিয়াছেন।
আগামী ১৭ই সেপ্টেম্বর করাচীতে সম্মিলিত বিরােধী দলের বৈঠকে দেশের প্রেসিডেন্ট পদের আসন্ন নির্বাচনে বিরােধীদল সমূহের পক্ষ হইতে একজন প্রার্থী মনােনীত করা হইবে।
গতকল্য সােমবার সন্ধ্যায় ন্যাশনাল আওয়ামী পার্টির প্রেসিডেন্ট মওলানা ভাসানী, হাজী মােহাম্মদ দানেশ, সৈয়দ আলতাফ হােসেন, জনাব মহিউদ্দিন আহমদ, ব্যারিষ্টার শওকত আলী খান, জনাব আবদুল হক এম, এন, এ, বিমানযােগে করাচী যাত্রা করিয়াছেন। এছাড়া জনাব মসিহুর রহমান এম, এন, এ, গতকল্য সকালের বিমানে করাচীর পথে লাহাের যাত্রা করিয়াছেন। অদ্য মঙ্গলবার করাচীতে ন্যাপের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী বৈঠক শুরু হইবে।
আওয়ামী নেতাদের যাত্রা অদ্য মঙ্গলবার আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান, মওলানা তর্কবাগীশ, জনাব জহীর উদ্দীন, জনাব তাজ উদ্দীন আহমদ ও বেগম রােকেয়া আনােয়ার করাচী যাত্রা করিবেন। আগামীকল্য বুধবার করাচীতে পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হইবে। এছাড়া ১৭ই সেপ্টেম্বর তাহারা সম্মিলিত বিরােধী দলের বৈঠকে যােগদান করিবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব