আজাদ
২০শে সেপ্টেম্বর ১৯৬৪
মিস জিন্নার কায়েদের মাজার জিয়ারত
করাচী, ১৯শে সেপ্টেম্বর। -আজ সন্ধ্যায় কায়েদে আজমের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করিয়া মােহতারেমা ফাতেমা জিন্নাহ বাহিরে আসিলে শত শত রাজনৈতিক কর্মী তাহার প্রশংসাসুচক বিভিন্ন ধ্বনিতে কায়েদাবাদ এলাকা মুখর করিয়া তােলে। মিস ফাতেমা জিন্নাহর সহিত যাহারা মাজার জিয়ারতে গিয়াছেন তাহাদের মধ্যে সম্মিলিত বিরােধী দলের নেতা জনাব খওয়াজা নাজিমুদ্দিন, জনাব চৌধুরী মােহাম্মদ আলী, জনাব নসরত উল্লাহ খান, জনাব ইউসুফ খাটক, জনাব মাহমুদ আলী কাসুরী, জনাব আবুল কাসেম, জনাব শেখ মুজিবর রহমান, প্রিন্সেস আবিদা সুলতানা, জনাব আবদুল মজিদ সিন্ধী, জনাব ফজলুর রহমান ও জনাব রসুল বক্স তালপুর রহিয়াছেন।
মােহতারেমা জিন্নাহ সাদা সালােয়ার, কামিজ ও দোপাট্টা পরিয়া মাজার জিয়ারত করিতে যান। পিপিএ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব