You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
২২শে সেপ্টেম্বর ১৯৬৪

জুলুম প্রতিরােধ দিবস সাফল্যমণ্ডিত করুন
দেশবাসীর প্রতি শেখ মুজিব ও মওলানা ভাসানীর আবেদন

শেখ মুজিবরের আহ্বান
গতকল্য (সােমবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান দলমত নির্বিশেষে সকল শ্রেণীর জনসাধারণের প্রতি আগামী ২৯শে সেপ্টেম্বর জুলুম প্রতিরােধ দিবস পালনের আহ্বান জানান। রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং শ্রমিকদের উপর নির্যাতনের যে ষ্টিমরােলার চালানাে হইতেছে, তাহার তীব্র প্রতিবাদ জানাইয়া শেখ মুজিবর রহমান বলেন যে, পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক পুলিসী নির্যাতনের কোন নজির খুঁজিয়া পাওয়া যায় না। আমরা অভিভাবক হইয়া নীরব দর্শকের ভূমিকা পালন করিতে পারি না। তিনি পূর্ণ হরতাল পালন করিয়া এবং জনসভা ও শােভাযাত্রায় অংশ গ্রহণ করিয়া আগামী ২৯শে সেপ্টেম্বর জুলুম প্রতিরােধ দিবসকে সাফল্যমণ্ডিত করিয়া তােলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
মওলানা ভাসানীর আহ্বান
পূর্ব পাকিস্তান কৃষক সমিতির সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষক সমিতির সকল জেলা, মহকুমা ও ইউনিয়ন শাখার প্রতি নিজ নিজ এলাকায় হাটে-বাজারে প্রতিবাদ সভা কালাে নিশান সহ শােভাযাত্রা, হরতাল ইত্যাদি শান্তিপূর্ণ ভাবে যথানিয়মে পালন করার নির্দেশ দিয়াছেন এবং আগামী ২৯শে সেপ্টেম্বর, ১৩ই আশ্বিন (মঙ্গলবার) সম্মিলিত বিরােধীদল কর্তৃক আহূত প্রতিবাদ দিবসকে সাফল্যমণ্ডিত করার নির্দেশ দিয়াছেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!