You dont have javascript enabled! Please enable it! 1964.09.09 | সােহরওয়ার্দীর জন্মবার্ষিকী- যথাযােগ্য মর্যাদার সহিত ঢাকায় উদযাপিত | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৯ই সেপ্টেম্বর ১৯৬৪

সােহরওয়ার্দীর জন্মবার্ষিকী
যথাযােগ্য মর্যাদার সহিত ঢাকায় উদযাপিত

(ষ্টাফ রিপাের্টার)
গতকল্য মঙ্গলবার ঢাকায় আওয়ামী লীগ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও ছাত্র লীগের উদ্যোগে মরহুম হােসেন শহীদ সােহরওয়ার্দীর ৭৩ তম জন্মবার্ষিকী যথাযােগ্য মর্যাদার সহিত উদযাপন করা হয়।
এইদিন সকালে মরহুম নেতার মাজারে ফাতেহা পাঠ এবং সারাদিন কোরান পাঠ করা হয়। বিকালে আওয়ামী লীগ অফিসে এবং সন্ধ্যায় এন, ডি, এফ অফিসে এক মিলাদের আয়ােজন করা হয়। এন, ডি, এফ, অফিসে মিলাদ পাঠ করেন পীর মােহসেন উদ্দিন (দুদু মিঞা)।
আওয়ামী লীগ অফিসের মিলাদে নেজামে এছলাম নেতা চৌধুরী মােহাম্মদ আলী, মওলবী ফরিদ আহমদ, মওলানা তর্কবাগীশ, শেখ মুজিবুর রহমান, জনাব জহিরুদ্দিন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। মরহুম নেতার মাগফেরাত কামনা করিয়া বিভিন্ন স্থানে মােনাজাত করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব