You dont have javascript enabled! Please enable it! 1964.08.27 | ১২ই সেপ্টেম্বর করাচীতে সম্মিলিত বিরােধী দলের বৈঠক- প্রত্যেক দলের তিনজন প্রতিনিধির যােগদানঃ শেখ মুজিবের ঘােষণা | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
২৭শে আগস্ট ১৯৬৪

১২ই সেপ্টেম্বর করাচীতে সম্মিলিত বিরােধী দলের বৈঠক
প্রত্যেক দলের তিনজন প্রতিনিধির যােগদানঃ শেখ মুজিবের ঘােষণা

গতকল্য (বুধবার)
ঢাকায় ঘােষণা করা হয় যে, আগামী ১২ই সেপ্টেম্বর মরহুম জনাব সােহরাওয়ার্দীর করাচীস্থ বাসভবন ‘লাখাম হাউজে’ ৫টি দল সমন্বয়ে গঠিত সম্মিলিত বিরােধী দলের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হইবে। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান সম্মিলিত বিরােধী দলীয় ঐক্যজোটের সভার তারিখ ঘােষণা করেন।
প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, গত জুলাই মাসে খাজা নাজিমুদ্দিনের বাসভবনে অনুষ্ঠিত ৫টি বিরােধী দলের প্রথম সভায় এই সভার তারিখ নির্ধারিত হয়।
শেখ মুজিব আরও বলেন যে, আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, কাউন্সিল মুসলিম লীগ, নেজামে ইসলাম ও সাবেক জামাতে ইসলামের প্রত্যেক দল হইতে তিন জন করিয়া প্রতিনিধি উক্ত সভায় যােগদান করিবেন। -পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব